লেখক: বিনিতা বীণা।
আছে ফোঁকলা দাঁতের হাসি
চোখ বলে তার, ঘুম ভালবাসি
কোন বোল নেই মুখে
খায় আর ঘুমায় সুখে।
সেই শিশুটি আজ
করে কতো কাজ
দিনের আলোর সাথে
ব্যাস্ত থাকে কাজে।
পাছে লোকে বলুক কিছু
মনে করেনা কভূ কিছু
বলেনা মিছে কভূ
ছুটেছে সে সত্যের পিছু।
দেখেছে স্বপ্ন মা
হবে দেশের সেরা
সামনে এগুতে হবে
যাবেনা পিছু ফেরা।
সেই শিশুটি ভাবে
মানুষ হতেই হবে
মায়ের স্বপ্ন সত্যি করে
পূর্ণ করতেই হবে।
ব্যাস্ত—ব্যস্ত
মাধূর্য্যটা অতটা ফুটে ওঠেনি, তারপরও ভালো ছিলো। শুভকামনা রইল।
লেখা সাধারন, কিন্তু প্রথম ২ লাইন অতিরিক্তই ভালে লেগেছে।
শুভকাম।
খুব ভালো লিখেছেন। সাবলীল ভাষার ছড়া হিসেবে এটি চমৎকার। বাচ্চারা এমনই হয়, দু’একটা দাঁত নিয়ে যে কি বাহাদুরি তাদের, সেই হাসি দিয়ে পাগল করে রাখে সবাইকে। দুষ্টুমি দিয়ে মাতিয়ে রাখে চারদিক। তাদের মনকাড়া সব কাজে মুগ্ধ হতে হয় বারবার। এই ছোট্ট বাচ্চাগুলোই বড় হয়ে সমাজের দায়িত্ব কাঁধে নেয়।
ভালো লিখেছেন তবে লেখার মাঝখানে ধারাবাহিকতা নষ্ট হয়েছে কিছু জায়গায় ছন্দপতন হয়েছে। শব্দচয়নে লক্ষ্য রাখবেন। শুভ কামনা।
শিশুতোষ ছড়া।ভালো লেগেছে।অন্তমিলে আরেকটু খেয়াল দিলে আরো ভালো হবে।শুভকামনা♥
ছড়াটি খুবই ভালো হয়েছে। শিশুদের এ ছড়াটি অবশ্যই ভালো লাগবে।
শুভ কামনা।
খুবই সুন্দর ছড়া।
ভালো লিখেছেন।
ছোট্ট শিশুটি বড় হওয়ার সাথে সাথে কতো আশা নিয়ে বেঁচে থাকে।বড় হলে মায়ের আশা পূর্ণ করবে।
জীবনে অনেক স্বপ্ন থাকে।
বানানে ভুল নেই।শুভ কামনা রইলো।