লিখা: রাব্বি হাসান
ছোট্ট ছেলে নাচছে দেখো
গানের তালে তালে,
তাই না দেখে দাদুমশাই
দিয়েছে হাত গালে।
মুখটা ভীষণ ভার করে-
বলছে কথা অনেক জোরে,
দাদুমশাই বৃদ্ধ মানুষ
মানবে এসব কেমন করে।
বাড়ির সবাই ভয়ে ভয়ে,
ছোটছে দেখো ভীষণ বেগে,
কর্তা সাহেব রেগে আছে,
থামাতে হবে ছেলেকে আগে।
দাদুমশাই কথা শুনে
হাসতে হাসতে কয়!
বয়সটা তো আর বেশি না,
কেবল মাত্র নয়।
এই বয়সে নাচবে না তো,
নাচবে তবে কোন বয়সে?
আমার বয়স ও এমন হলে,
নাচতাম আমি হেসে হেসে।
ভালো লাগল পড়তে। ছোট বাচ্চারা যাইই করে দেখতে ভীষণ ভালো লাগে। তাদের শিশুসুলভ দুষ্টুমি গুলো দেখতেও বেশ ভালো লাগে। এবয়স থেকেই তারা গড়ে উঠে ভবিষ্যতের জন্য। তাই তাদের মানসিক বিকাশের জন্য যা করতে চায় করতে দেয়া উচিৎ।
ছন্দমিলগুলো আরেকটু জোরালো হলে ভালো হত।
ছোটছে- ছুটছে।
শুভ কামনা।
প্রতিটা শিশুকে যখন যা করতে চায়, করতে দেওয়া উচিৎ।তবে ইতিবাচক জিনিসগুলো।শিশুর মানসিক বিকাশের জন্য হাসি-খুশি,খেলাধুলা, নাচ-গান প্রয়োজন।তাহলেই শিশুদের মনে প্রফুল্লতা আসবে।পড়াশোনার পাশাপাশি বিনোদনের প্রয়োজন আছে।
ছোটছে-ছুটছে
চমৎকার ছড়া।
শুভ কামনা রইলো।
শৈশবের স্মৃতির মতো দৃশ্যপটে ভেসে উঠলো ছড়ার অাবহাওয়া। বেশ সুন্দর সহজবোধ্য ছড়ার মেলা।
শুভ কামনা অাপনার জন্য।
অসাধারন হয়েছে।
খুব মজার একটি ছড়া।ভালো লেগেছে।তবে ছড়াটি আরোও ভালো লাগতো যদি অন্তমিল গুলো দূর্বল না হতো।শুভকামনা♥
ছড়ার মাঝে খুব সুন্দর ছন্দমিল দেখতে পেলাম। যেকোনো ছোট বাচ্চাই ছড়াটি পড়ে আনন্দ পাবে।
অনেক সুন্দর হয়েছে।
শুভ কামনা।
ছড়ার ছন্দের মিলটা ভালো লেগেছে, খুব সুন্দর……………..’ছোটছে -‘ছুটছে’