মাহামুদুল_হাসান_সাকিব
বর্ষা কালে
বৃষ্টি নামে
টিপ টিপ করে,
খুকু এবার
ভিঁজবে তবে
মাকে ফাঁকি দিয়ে।
তবু হয়না খুকুর
বৃষ্টি ভেঁজা
মায়ের কড়া নজরে,
তাইতো খুকু
চুপটি করে
বৃষ্টি পড়া দেখে।
একটু পরে মুচকি হেসে
মা বলেন, খুকু;
এখন ভিঁজতে যা,
তখনই খুকুর
মনটা ভীষন
আনন্দে নেচে উঠে।
মায়ের আদেশ পেয়ে খুকু
ছুটে চলে যায় ভিঁজতে।
আপনার বিষয় সেলেক্ট ভালো হয়েছে।তবে অন্ত্যমিল এবংমাত্রার দিকে খেয়াল দিলে ভালো ছড়া হবে।ধন্যবাদ
খুবই ভালো লিখেছেন। বৃষ্টি দেখলেই ভিজতে ইচ্ছা করে। তার অঝোরধারায় নিজেকে সিক্ত করতে ইচ্ছা করে। ছোট থেকে বড় সবার মনকেই মাতিয়ে তুলে বৃষ্টি।
ছড়াটা সুন্দর। তবে ছড়ায় ছন্দমিল প্রধান বলে আমি মনে করি। ছড়াটিতে ছন্দমিল থাকলে আরো ভালো লাগতো পড়তে।
অনেক শুভ কামনা।
সত্যিই বর্ষাকালে বৃষ্টিতে ভিঁজতে খুব ভাল্লাগে।বৃষ্টির টিপ টিপ ফোঁটা মনকে মাতিয়ে তুলে।
তবে খুকুর মা বৃষ্টিতে ভিঁজতে দেয় না এ কারণে, বৃষ্টি তো সবার জন্য ভালো না।অসুস্থ্য হয়ে যায়।
ছোট থাকতে যখন বৃষ্টিতে ভিঁজতে চাইতাম আমার মা ও নিষেধ করতো।তখন খুকুর মতো আমারও মন খারাপ হতো।ঘরে বসে জানালা দিয়ে বৃষ্টি দেখতাম।অঝর ধারায় বৃষ্টি হতো।মনে হতো আজ আকাশ অনেক কাদতেছে।
বানানে একটি ভুল মনে হলো
ভীষন–ভীষণ
ভালো লিখেছেন।শুভ কামনা রইলো।
ছন্দ একটু এলোমেলো লাগলো।
ভীষন- ভীষণ
ভিঁজবে- ভিজবে
ভেঁজা- ভেজা
ভিঁজতে- ভিজতে
বানান গুলোর প্রতি সতর্ক হবেন।
শুভেচ্ছা জানবেন।
ছন্দময় হয়নি তারপরও ভালো ছিলো। শুভ কামনা।
‘বৃষ্টি এলে ভিজব তবে’ ছড়ার নামটা ভালো লাগেনি।
ছোট বাচ্চাদের জন্য এই নামটা মানায় না।
লেখাটা একটু কবিতার মতো হয়ে গেছে।
শুভ কামনা।