নওমিতা_সুপ্তি
খুকি আমার নাচতে জানে,
সাজতে জানে বেশ।
পড়ার কথা বললে তারে,
একটু পড়ে বলবে” পড়া আমার শেষ।”
ফাঁকিবাজ বলে যখন ধরি ওর কান,
বলবে “মাগো লাগছে আমার
করবোনা আর ভান!”
ছেড়ে দিলে ওমনি এসে চুমু খাবে গালে,
হাসতে হাসতে বলবে ভালবাসি আমি তোমালে!!
দুষ্টু কথা শুনে আমি কেঁদে চোখটা যখন মুছি,
বলবে আমায় কেঁদো না তুমি হাসবে দিবানিশি।
হঠাৎ একদিন দুর্ঘটনায় খুকি গেল হারিয়ে,
কেঁদেছিলাম আমি খুকিকে না পেয়ে!
মনে পরে আজও মায়াভরা মুখটা,
ফেঁটে যায় যেন আমার তখনি এ বুকটা।
খুকি ছিল আমার সুখপাখিটা!
অসাধারণ ছন্দমিল দিয়ে একটা কবিতা পড়লাম। পড়তে খুবই ভালো লাগছিল। বাচ্চারা এমনই হয়, যেমন দুষ্ট তেমনি ভালোবাসার পুতুল। তাদের প্রতিটা কাজেই থাকে দুষ্টামি তা দেখে শাসন করতে গেলেও মায়া লাগে। তারা যেকোন মানুষকে মুহূর্তে আপন করে নিতে পারে। কিন্তু শেষে খুকি চলে গেল বলে তার মায়ের দুনিয়াই আঁধার হয়ে গেল।
অসাধারণ একটি ছড়া।
ছন্দের ধারাবাহিকতা রয়েছে।
পড়ে মুগ্ধ হলাম।
ছোট বাচ্চারা সবসময় হাসি খুশি থাকে।
তাদের এ হাসি মুখটা দেখতে ভাল্লাগে।মাকে আদর করে সুন্দর করে কথা শুনতে তো আরও ভালো লাগে।ছোট খুকির মুখ থেকে ভালোবাসা শব্দটি মায়ের মনে সত্যিই খুব আনন্দ জাগে।তবে শেষের দিকে ছড়াটা খারাপ লাগলো।খুকি হারিয়ে গিয়ে মায়ের জীবনটাকে অন্ধকারে রেখে গেল।
শুভ কামনা রইলো।এগিয়ে যান।লেখার হাত ভালো।
ভালো ছিলো ছড়া টা।
ছন্দের মিলও দারুণ ছিলো।
শেষের দিকে বেদনাদায়ক ছিলো।
শুভকামনা রইলো।
ছন্দের খেলাটা খুব সুন্দর ছিল। শিশু মনের চিত্র ফুটে উঠেছে লেখায়। তবে পরিনতিটা বেদনার।
অসাধারণ একটি ছড়া পড়লাম।ছড়াটি আরোও সুন্দর হতো যদি অন্তমিলগুলো দুর্বল না হতো।বেস্ট অফ লাক♥
শুরুটা সত্যিই অসাধারন ছিলো। কিন্তু শেষটা খুব বেদনার। শেষেরটুকু ছন্দে মেলাতে পারেন নি। তারপরও সবমিলিয়ে অসাধারন। শুভ কামনা রইল।
খুকি!
ছড়ার নামটা যেমন চমৎকার ঠিক ছড়াটাও তেমন। অসাধারণভাবে লিখেছেন। প্রত্যেক লাইনেই সুন্দর ছন্দমিল।
শুভ কামনা।