নাঈমুল ইসলাম গুলজার
সবুজের দেশে, অবুঝের দেশে,সোনাজল মেশা মাটি
শরতের দিনে ভালোবাসা কিনেসেদেশের পথে হাটি।
আসমান জুড়ে ওই দূরে দূরে শাদা মেঘেদের ভেলা
দুষ্টুমি ছলে কত কথা বলে,করে কত শত খেলা।
গোধুলির ক্ষণে দূর কোনো বনে পাখিরাও নীড়ে ফিরে
কি দারুণ ছবি,মোহময় সবই স্বপ্নীল স্মৃতি ঘিরে।
প্রকৃতির মাঝে কত ফুল সাজে শিউলী-টগর-বেলী
বকুলের টানে সুখ ভরি প্রাণে,বাতাসে দু’হাত মেলি।
কাশফুল ফোটে,মন যায় ছোটে ওই সুরমার পাড়ে
শাপলারা হাসে, বিলে ঝিলে ভাসে,প্রকৃতির মায়া বাড়ে।
প্রকৃতির সাজে মিশে গিয়ে লাজে,উদাসীর মনও নড়ে
ভালোবাসা দামে শরৎ আজ নামে,আমাদের ঘরে ঘরে।
আমাদের দেশটা সত্যিই অনেক সুন্দর।
একেক ঋতুতে প্রকৃতি একেক রকম।
খুবই সুন্দর লাগে।প্রাকৃতিক সৌন্দর্যে সমারোহ।
যেমন এখন শরৎকাল।এই শরৎকালে চারদিকে কাঁশফুলে ভরপুর।কাঁশফুলে প্রকৃতিই যেনো মানুষকে মুগ্ধ করে।
আর বর্ষাকালে শাপলারা হাসে বিলে-ঝিলে।
প্রকৃতির মায়া বাড়ে।
অসাধারাণ ছড়া।ভালো লাগলো।
বানানে দু’টো ভুল আছে,
শাদা–সাদা
গোধুলি—গোধূলি
শুভ কামনা রইলো।
শাদা এভাবেও লেখা যায়…আপনি যেভাবে লিখেছেন সেভাবেও লেখা যায় আপু।ভালোবাসা♥
ঋতুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছড়াটি!বেশ ভালো তবে পংক্তি নির্ধারনের ক্ষেত্রে ছড়াকার বেশিই স্বাধিনতা গ্রহণ করেছেন।সেটা মার্জিত নয়।
শুভকামনা রইলো ।
“পঙক্তি নির্ধারণের ক্ষেত্রে স্বাধীনতা”-বিষয়টা বুঝি নি।বুঝিয়ে বলবেন কি?
চমৎকার একটি কবিতা। উপস্থাপনভঙ্গি খুবই সুন্দর। কবিতায় প্রতিটি চরণে শরৎকালের অপূর্ব সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ছন্দমিল মনোমুগ্ধকর।
আমাদের দেশ ষড়ঋতুর দেশ। আর তার প্রতিটি ঋতুই মনকাড়া। আর শরৎকালের সৌন্দর্য তো নয়ন ছুঁয়ে যাবার মতো। শরৎকালের কাঁশফুলের তো তুলনাই হয় না।
অনেক সুন্দর লিখেছেন। বানানে সামান্য ভুল আছে।
হাটি- হাঁটি।
ছোটে- ছুটে।
গোধুলি- গোধূলি।
শুভ কামনা।
গোধূলি শব্দটি অনাকাঙ্ক্ষিত ভুল।এছাড়া বাকি শব্দগুলোর বানান ঠিক আছে।
বেশ লিখেছেন তো!
খুব সুন্দর বর্ণণাভঙ্গি!
সাবলীলভাবে তুলে ধরেছেন ঋতুকে।
পাঠক মুগ্ধ!
শুভকামনা
ভালোবাসা আপু♥
অন্তমিল করতে গিয়ে কেমন যেন একটু খাপছাড়া হয়ে গেছে মনে হলো। তবে বেশ সুন্দর চেষ্টা।
হাটি- হাঁটি
শিউলী- শিউলি
গোধুলি- গোধূলি
শব্দগুলোর বানান এমন হবে হয়তো।
শুভ কামনা।
ধন্যবাদ।
ছড়ার ছন্দ মনকে ছুয়ে গেছে। লেখকের জন্য শুভ কামনা।
ধন্যবাদ
উদাসীর — উদাসীন
গোধুলি — গোধূলি
হাটি — হাঁটি
তাছাড়া স্পেস ব্যবহারে সমস্যা আছে। আশা করি ঠিক পরে আরও যত্নবান হবেন।
অনেক সুন্দর একটা ছড়া। পড়ার সময় আমি ছড়ার মাঝে হারিয়ে গিয়েছিলাম।
ছড়াটার মধ্যে আলাদা একধরনের ছন্দ আছে, আলাদা অনুভূতি আছে, শরতটা যেন উপভগ করছিলাম পড়ার সময়