ভূতু
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,103 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখা ; তাসফিয়া তানহা ঝুম
,,,,,,,
আমি পানি ভূতুর ছানা,
আমার গাছে থাকা মানা।
আমার ঘর তো সেই পুকুর,,
যেথায় ভরা কচুরিপানা।
ও আমি পানি ভূতুর ছানা।
বসি না আমি গাছের ডালে,
হাটি আমি খালে বিলে,,
মহাকাশে উড়া যে মোর মানা,
ও আমি পানি ভূতুর ছানা।
খাই না আমি ইলিশ খিচুড়ি,
খাই না শাহী পান,,
খুঁজে ফিরি আমি ভূতূ শ্যাওলা পরা সান,,
কোথায় আছে বট গাছ কোথায় আছে তাল নেই তো আমার জানা,,
ও আমি পানি ভূতুর ছানা।
যেতে চায় না বুড়োর বাড়ি,
চাপবো আমি খুকুর ঘাড়ে,,
সকাল বিকাল খাই যে খুকু চিতল মাছের পোনা,
আমি ও সেটা খেতে যে চায়,,
ও ভাই আমি যে পানি ভূতুর ছানা।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৮ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    ভীষণ মজাদার একটা কবিতা। তবে এটা ঠিক কবিতা না, শিশুতোষ একটা ছড়া। পড়তে বেশ মজাই লাগছিল। ছন্দমিল খুবই সুন্দর।
    পানি ভুতু নামটা ভীষণ মিষ্টি। বানানে খুব বেশি ভুল নেই, তবে আমিও যে সেটা খেতে চায় এখানে চাই হবে।

    Reply
    • Tasfiya Tanha Jhum

      thank you apu vul dhoriye dibar jonno.and comment korar jonno.

      Reply
  2. আখলাকুর রহমান

    ছন্দ মিলিয়ে অসাধারণ একটি ছড়া।
    তবে লেখায় কমা (,) এর অপব্যবহার হয়েছে।
    দু’টি ব্যবহার না করে একটি ব্যবহার করবেন।
    লেখা মার্জিত হবে।
    শুভ কামনা রইল।

    Reply
    • Tasfiya Tanha Jhum

      thanks for your comment

      Reply
  3. আরাফাত তন্ময়

    বাহ্! ছোটদের মন কাড়তে বেশি সময় লাগবে না।

    শুভ কামনা রইলো।

    Reply
    • Tasfiya Tanha Jhum

      thanks for your comment

      Reply
  4. Halima tus sadia

    ভুতুর ছানা কবিতা।
    ছোটরা পড়ে বেশ মজা পাবে।
    আমিও পেয়েছি।
    ছন্দেরও মিল আছে।
    পানিকে ভুতুর ছানা বলে সম্বোধন করা হয়েছে।
    বানানেও কোনো ভুল নেই।
    শুভ কামনা রইলো।

    Reply
  5. মাহফুজা সালওয়া

    ওয়াও!
    খুব ভালো লেগেছে,এই শিশুতোষ মজাদার ছড়াকবিতাটি।।।
    বিশেষ করে (আমি পানি ভুতুর ছানা)????লাইনটি।
    নাকি সুরে আবৃত্তি করছিলাম আর বেশ উপভোগ করছিলাম কবিতাটা।
    বানানের দিকে নজর রাখবেন।
    শুভকামনা রইলো।

    Reply

Leave a Reply to Halima tus sadia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *