ভুলের মাশুল
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,485 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখা: আখলাকুর রহমান

আযানের সুমধুর ধ্বনি ভাসে,
মনে হয় খোদা ডাকলো এসে।
তবুও কি মসজিদে যাই?
নাজাতের পথ খুঁজে পাই?
বিবেক নড়ে না হায়! মরিচায় পূর্ণতা,
হাশরদিনে হবে নেক আমলের স্বল্পতা।
মোরা মুসলিম, গর্বে মোদের জয়!
এটা জয় নয়, হচ্ছে শুধুই ক্ষয়।
রোজার মাস আসে-যায়,
ধকল যাচ্ছে না সিয়াম সাধনায়।
হায়! হবে কী উপায়?
মাথার উপর পাহাড় সমান পাপের বোঝা,
পৃথিবী ভোগ করিলাম, মুক্তির পথ হয়নি খোঁজা।
ভোগের জীবন যাবে, আসে কি স্মরণে?
কালিমা মুখে থাকবে কি মরণে?
করেছি বহু ভুল!
আছে কি মাশুল?
শপৎ নিলাম, খুঁজে নেবো কুল।
ইসলামী জীবন প্রতিষ্ঠায় যেতে হবে এগিয়ে,
নিজে নয়, প্রিয় মানুষদেরও সাথে নিয়ে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. Dola Rahman

    দাারুণ হয়েছে৷এক কথাায় অসাাধাারণ৷ভাালো ছিল৷

    Reply
    • আখলাকুর রহমান

      থ্যাংকস্

      Reply
  2. আফরোজা আক্তার ইতি

    অসাধারণ একটি কবিতা। আমরা শুধু মুসল্মান হয়ে জন্মেছি, তাতেই আমাদের গৌরবের সীমা নেই। আমরা এই উসিলায়ই জান্নাতে যেতে চাই। কিন্তু শুধু মুসলমান হলেই হবে? আল্লাহর নাম জপতে হবে, তার ইবাদাত করতে হবে। নইলে আমরাও কাফেরদের সমতুল্য হয়ে যাব আর কোন পার্থক্যই থাকবে না। কে জানে, এই ভুলের মাশুল দেয়ার সুযোগ আমাদের আসবে কিনা!
    অনেক সুন্দর একটি কবিতা। বানানেও কোন ভুল নেই। ছন্দমিলও চমৎকার।
    শপৎ- শপথ।

    Reply
  3. আরাফাত তন্ময়

    গুরুচাণ্ডালী দোষ আছে। শব্দটা “মরিচিকায়” হবে সম্ভবত। আত্মসমালোচনা মূলক সুন্দর একটি কবিতা। আশা করি বাস্তব জীবনেও তা ফলাবেন।

    শুভ কামনা রইলো।

    Reply
  4. Halima tus sadia

    আমরা জেনে বুঝেও দিন দিন পাপ করে বেড়াচ্ছি।আযানের ধ্বনি কানে আসলেও কোনো গুরত্ব নেই নামাজের প্রতি।
    হাশরের দিনে একদিন এই আমলের জন্য দাঁড় করাবে।স্ল্প আমল থাকায় সেদিন জাহান্নামে যেতে হবে।
    আমরা রোজা আসলেও নামাজের প্রতি অতোটা গুরত্ব দেই না।আল্লাহকে ভুলে যাই।শুধু মুসলিম হলেই হবে না।

    বানানেও তেমন কোনো ভুল নেই।
    শপৎ–শপথ

    ইসলামিক কবিতা।খুবই মুগ্ধ হলাম পড়ে।
    শুভ কামনা রইলো।

    Reply
  5. মাহফুজা সালওয়া

    কবিতার ভাবানুবাদ দারণ।
    উপস্থাপনভঙ্গীও সুন্দর, তবে শব্দচয়ন আমার ভালো লাগেনি।
    পরেরবার আরও ভালো করবেন।
    শুভকামনা।।

    Reply

Leave a Reply to আরাফাত তন্ময় Cancel reply

Your email address will not be published. Required fields are marked *