ভোরের পাখি
প্রকাশিত: অগাস্ট ২০, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,108 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

জাকারিয়া আল হোসাইন
.
ভোরের পাখি যাচ্ছে ডেকে
আল্লাহ্ নামের গান
ঘুমন্ত হে মুসলিম তুমি
শোন দিয়ে কান।
.
ছোট্ট একটা প্রানী হয়ে
সবার আগে জাগে
সৃষ্টির সেরা হয়ে বলো
তোমায় কেমন লাগে।
.
উচিৎ ছিলো সবার আগে
উঠবে তুমি জেগে
গুনগুনিয়ে কোরআন হাদিস
পড়বে মনযোগে।
.
ভোরের পাখি লজ্জা দিয়ে
ডাকছে তোমায় শোন
সবার আগে জাগবে তুমি
অলসতা নয় কোন।
.
চাপানীহাট, ডিমলা, নীলফামারী

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৮ Comments

  1. Halima tus sadia

    ভালো লাগলো।
    জাগরণমূলক কবিতা।
    মহান আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন।কিন্তু সেরা হয়েও আল্লাহকে ভুলে যাই।

    সকাল সকাল আজানের সুরে ঘুম ভাঙ্গে না।
    সকালে কুরআন হাদিস পড়া উচিৎ ছিলো।কিন্তু আমরা তা করি না।
    অথচ পাখি কতোই না সুন্দর করে সকাল সকাল কিচিরমিচির করে।
    সেরা জীব হয়েও আমাদের অলসতা।
    লজ্জা হওয়া উচিৎ আমাদের।

    প্রানী–প্রাণী
    শুভ কামনা রইলো।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    খুব ভালো একটা কবিতা। আমরা আশরাফুল মাখলুকাত হয়েও সবার আগে ঘুম থেকে উঠি না। আল্লাহর শুকরিয়া আদায় করি না। কিন্তু অন্যান্য ক্ষুদ্র জীবেরা ঠিকই সবার আগে ঘুম থেকে উঠে। কিচিরমিচির শব্দে আমাদের ঘুম থেকে উঠায় আল্লাহর ইবাদাতের জন্য। কিন্তু আমাদের অলসতাই কাটে না। সুন্দর একটি কবিতা।
    প্রানী- প্রাণী।
    তোমায় কেমন লাগে- তোমার* কেমন লাগে।

    Reply
  3. Jakariya Al Hosain

    Valo

    Reply
  4. Rabbi Hasan

    শিক্ষনীয় একটি কবিতা। খুব ভালো হয়েছে।

    Reply
  5. Mahbub Alom

    উপদেশমূলক একটি কবিতা।ছন্দ,শব্দের মিলবন্ধনে ভাবক্তি চমৎকারভাবে ফুটে উঠেছে।
    আমরা সৃষ্টির সেরা জীব হয়ে এক আল্লাহর ইবাদতে অলসতা করি।
    আমাদের সবার উচিত কবিতার ভোরের পাখির মতো গাওয়া,

    ভোরের পাখি লজ্জা দিয়ে
    ডাকছে তোমায় শোন
    সবার আগে জাগবে তুমি
    অলসতা নয় কোন।

    Reply
  6. Nahid Islam Rony

    ঠিক বলেছে আপনি, আমরা সৃষ্টির সেরা জীব হয়েও, সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হয়েও, নিয়মিত স্রষ্টার ডাকে সাড়া দেয় না, স্রষ্টা কে নিয়মিত ডাকি না অথচ অন্যান্য শৃষ্টি সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকে। আবার ঘুম থেকে আগে উঠার কথা আমাদের কারণ আমাদের সালাত আদায় করতে হবে অথচ আমাদের আগে ভোরের পাখিগুলা জেগে উঠে। আফসোস আমাদের জন্য! মাশাআল্লাহ, সুন্দর কবিতা।
    তবে ১ম চরণে ” ভোরের পাখি যাচ্ছে ডেকে” না দিয়ে “গেয়ে” দিলে ভাল হতো কারণ গান ডাকা হয়না গাওয়া হয়।
    প্রানী=প্রাণী,
    তোমায় কেমন লাগে=তোমার কেমন লাগে। আর প্রতি চার চরণের ২চরণ পর পর কমা ব্যবহার করা যেত। শুভ কামনা রইলো।

    Reply
  7. Rahim Miah

    ঘুমন্ত-ঘুমান্ত
    আর ভুল প্রায় সব ধরিয়ে দিয়েছে তাই বলা হল না। তবে কবিতাটা বেশ ভালো ছিল শিক্ষামূলক বটেই।

    Reply
  8. Sajjad alam

    একটা বানান ভুল আছে,
    প্রানী____প্রাণী
    .
    নামকরণটা যথার্থ।
    কনসেপ্টটা অন্যদের মতোই সুন্দর।
    খুব ছোট হয়ে গেল না? আরেকটু বড় করতে পারলে ভালো হতো।
    .
    কবিতার ভাষায় বলতে গেলে সত্যি সত্যি আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা মুসলমান হয়ে নাক তেল দিয়ে ঘুমাই, আর পশুপাখিরা জেগে অাল্লাহর তাসবীহ পাঠ করতে করতে আমাদের জাগতে বলে। শুধু ব্যর্থতা আমাদেরই।
    .
    ভালো লেগেছে।
    শুভ কামনা রইলো।

    Reply

Leave a Reply to Nahid Islam Rony Cancel reply

Your email address will not be published. Required fields are marked *