গল্প লেখকঃ
AB Ibrahim Rahel
( এপ্রিল – ২০১৮)
………………
সে ঃ ঘাসফুল
আমিঃ বাহ! আলাদা সৌন্দর্য ও আছে।
ঘাসফুলঃ বুনো গন্ধও আছে।
আমিঃ জল রঙের শাড়ীতে আপনাকে অপার্থিব সুন্দর লাগে। আচ্ছা ঘাসফুলের ঝুড়ি চুড়ি পড়তে নেই?
ঘাসফুলঃ এই ললনার চুড়ির সুরে মুগ্ধ হবার কেও নেই যে তাই।
– কেও হয়ত অভিভূত হবার অপেক্ষা করছে?
– সেটা তো আমি জানি না। শুধু এটাই জানি এই ললনার সুরে কেও মুগ্ধ হয় না।
– আচ্ছা ঘাসফুল তুমি আমারে থেকে কি চাও?
– কিছুই না শুধু মনেতে মনেতে মনের আলিঙ্গন চাই।
– নিঃশ্বাসের শব্দ শুনতে চাও?
– হ্যা, সাথে বিশ্বাসের ও ঘ্রাণ।
– আচ্ছা, বুঝবে কি করে খাঁটি কিনা?
ঘাসফুলঃ খাঁটি ভালোবাসার ঘ্রাণে নেশা থাকে। অনুভূতি গুলো দোল খায় মাতাল হাওয়ায়।।
আমি ঃ আচ্ছা দিলাম হৃদয়, বিশ্বাস,ভরসা সব। কি করবে এগুলা দিয়ে?
– ভালোবাসার চাষ করবো,শীতল কোমল ভালোবাসা।
– জানো,তুমি আমার ভালোবাসা নামক স্কুল, যেখানে আমি রোজ হাজিরা দেবো।।
ঘাসফুলঃ আর তুমি আমার ভালোবাসা নামক ভাইরাস, যার কোনো এন্টি ভাইরাস নাই!
আমিঃ তুমি আমার মনের দেয়ালে টাঙানো দেয়াল ঘড়ি, সারাক্ষণ শুধু টিক টিক করো!
ঘাসফুলঃ তুমি আমার সরষে ইলিশ,পান্তা ইলিশ,ঝালমুড়িতে ঝোল, তুমি আমার মনের বালিশ, জৈষ্ঠে পাকা চৈত্রৈ আমের বোল!
আমি ঃ তুমি আমার সন্ধ্যেতে ভোর, স্বপ্নে বেঘোর,তালপাতাতে সুখ, তুমি আমার জোয়ার পাশা, কেঁদেও হাসা রংতুলিতে মুখ!
০ Comments