মো: রাজন আহমেদ (নীরব)
স্কুলের ছাএ যারা
আমি তাদের বলি,
বই নিয়মিত পড়লেই তবে
পাশ করবে তুমি।
মাতা-পিতা,আর শিহ্মককে,
সম্মান করলেই তবে,
দোয়া পেয়ে ভালো রেজাল্ট করলে যে,
দেশের উন্নতি হবে।
লেখাপড়া বাদ দিয়ে যারা,
করেন ভন্ডামি,
তাদের জীবনে উন্নতি হবে বলে,
আমি আশা করিনি।
লেখাপড়া বাদ দিয়েই বা,
কয়জন ভালো হল,
এসব ভন্ডামিগুলো বাদ দিয়ে এবার,
ভালোয় ভালোয় স্কুলেতে চলো।
লেখাপড়া করেই তবে ভাই
হয় অনেক বড় ডাক্তার,
আর তা’ না হলে হয়
ইঞ্জিনিয়ার নতুবা অফিসার!!
ছাত্রদের প্রতি সুন্দর উপদেশ।তবে আমার কাছে এটি কবিতা মনে হয়নি।উপদেশ বা বাণী মনে হয়েছে।শুভকামনা
ছাত্রদের প্রতি সুন্দর উপদেশ।কবিতার মতো মনে হয়নি।
শুভকামনা আপনার প্রতি।