উম্মাদ
প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,601 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

হিটু খ্যাপা
,
আমার মুখ ফেরানো
আজো সেই মুক্ত বাতাসের দিকে,
শূন্যতার দিকে।
আমি যেতে চাই
সমাপ্তি না থাকা আকাশের কাছে,
দরজাবিহীন সবুজ প্রান্তর পার হয়ে।অকালে স্বাধীনতা মানা
যে আমার পাপে জড়ানো তনু।
বেশ আছি বেঁচে
ধরে অঢেল তিক্ত মন,
একাকি অন্দরে গুমরে ঘুঁণপোকা-
আজ আমাকেই মাধ্যম ভেবেছে।
সময়ের ফোর ভেঙ্গে
চলে যাব দৃষ্টিসীমার বাইরে,
জনশূন্য কোন উদ্যানে,
বুকভরে টেনে নেব তাজা রক্ত
আর তীব্র ঘামমিশ্রিত ঘ্রাণ।
একটু গড়াগড়ি খাব
শিশির ভেজা ঘাসে,
ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাব
শিউলি বনের কোন ঝোঁপের ছায়ায়।
খুঁজবেনা প্রিয় কেউ,
এসব আমার জন্য না।
কেউ একজন বিস্ময়ে
আমাকে বলে উম্মাদ,
কন্ঠ আরো আমি জোরালো করি তাতে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৩ Comments

  1. রেজাউল করিম

    কবিতাটার ধারাবাহিতা সু্ন্দর ছিলো। প্রকৃতির অপরূপ বর্ণনা দিয়েছেন।
    শূন্যতা–>শূণ্যতা।
    জনশূন্য–>জনশূণ্য।

    Reply
  2. Naeemul Islam Gulzar

    পুরো ঘোর লাগিয়ে দেওয়া কবিতা।অনেক ভালো লেগেছে।উপমাগুলো অসাধারণ।শুভকামনা

    Reply
  3. আফরোজা আক্তার ইতি

    বেশ চমৎকার লিখেছেন। শব্দচয়ন আর উপমাগুলো খুবই মনোমুগ্ধকর ছিল। বানানে তেমন কোনো ভুল নেই। বেশ যত্ন নিয়ে লেখা তা বুঝাই যাচ্ছে।
    শুভ কামনা।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *