তুমি ফিরবে কী?
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,353 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখা — এম জে মাসুম বিল্লাহ
,
তুমি ফিরবে কী ? আবার, ,,,,,,,,,
টুঙ্গিপাড়া গাঁয়ে ।
যেথায় ফলে সোনার ফসল,
কৃষক মাঠে মাঠে।
,
তুমি ফিরবে কী ? আবার, ,,,,,,,,,
গোপালগঞ্জ টুঙ্গি গাঁয়ে ।
জন্ম নিবে খোকা হয়ে,
বাঙালি জাতির ঘরে।
,
তুমি ফিরবে কী ? আবার, ,,,,,,,,,
১৭ মার্চ ,কোন একটা সালে
শেখ লুৎফর রহমান আর সায়েরা খাতুন,
শেষ্ঠ পিতা-মাতা’র কোল জুড়ে।
,
তুমি ফিরবে কী ? আবার, ,,,,,,,,,
তোমার গড়া দেশে।
যেখানে আছে এখনো সেই,
অসহায় দূর-র্বল
,
তুমি ফিরবে কী ? আবার, ,,,,,,,,,
বাঙালি জাতির মাঝে,
তোমার মত হাজার মুজিব,
গড়ে দিবে নিজ হাতে।
,
তুমি ফিরবে কী ? আবার, ,,,,,,,,,
ছাএ জনতার মাঝে,
শিক্ষা দিয়ে যাওনা তুমি. তোমার ছাএ রাজনীতি ।
,
তুমি ফিরবে কী ? আবার, ,,,,,,,,,
চেনা- জানা সেই পথে ।
অসহায়দের বিলাবে তুমি,
যা-কিছু তোমারি আছে।
,
তুমি ফিরবে কী ? আবার, ,,,,,,,,,
দিবে কী? সেই ভাষণ,
৭ মার্চের ভাষণ,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,,,,,,,,
,
তুমি ফিরবে কী ? আবার, ,,,,,,,,,
দিবে কী? আমাদের,
তোমার মহান রাজনীতি,
সোনার বাংলা উপহার ।
,
তুমি ফিরবে কী ? আবার, ,,,,,,,,,
তোমার স্বাধীন দেশে,
দেখা দাওনা ! ফিরে এসো একবার নতুন প্রজন্মের ।
স্বাধীন দেশ’টাতে।
,
তুমি ফিরবে কী ? আবার, ,,,,,,,,,
সোনালি পাঁকা ধান আর পাট।
সোনার ফসল ফলা সে’ই দেশে।
একবার ফিরে এসো, দু’নয়ন ভরে দে-খে নি তোমায়,অ-ফুরন্ত দৃষ্টিতে।
,
তুমি ফিরবে এসো একবার,
আর হারাতে দিব না তোমায় কথা দিলাম লক্ষ কুটি বার
তুমি ফিরে এসো এক বার, তুমি ফিরে এসো একবার, তুমি ফিরে এ—সো একবার,
,
আরো এক বার নয়,
দিতে চাই-যে তোমায় লক্ষ বার
জাতির জনক, বঙ্গবন্ধু উপহার,
জাতির জনক,বঙ্গবন্ধু উপহার,
তুমি ফিরে এসো একবার,
তুমি ফিরে এসো একবার,

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

২ Comments

  1. Naeemul Islam Gulzar

    অসাধারণ।বঙ্গবন্ধু আমাদের সকলের আদর্শ।শতবার চাইলেও তিনি আমাদের মাঝে ফিরবেন না।কবিতাটি ভালো লেগেছে।শুভকামনা

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    আসলেই বঙ্গবন্ধুকে ফিরে পাবার তীব্র আকাঙ্ক্ষা আমাদের সকলের মনেই। তিনি যদি আবার ফিরে আসতেন আমাদের মাঝে, নেতৃত্ব দিতেন সৎপথের তবে আমাদের দেশ হত সফল ও সমৃদ্ধ।
    সুন্দর লিখেছেন। বিরামচিহ্নের অপপ্রয়োগ হয়েছে অনেক। বানানেও ভুল আছে বেশ কিছু। তা সংশোধন করে দেই।
    শেষ্ঠ- শ্রেষ্ঠ।
    দূর-র্বল- দুর্বল।
    ছাএ- ছাত্র।
    তোমারি- তোমারই।
    এ-সো- এসো।
    দে-খে- দেখে।
    শুভ কামনা।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *