সাইফুল ইসলাম জীবন
গল্প বলতে বলতে জ্যোৎস্না রাতে
তোমার কপালে চুমো দিয়ে মুছে দিবো সকল বিষাদের আগুন,
তুমি এসো।
চন্দ্র লুকোচুরি স্বচক্ষে দেখিয়া-
আবার ছেলে বেলার লুকোচুরি স্মৃতি মাখা দিন গুলো কাছে টেনে নেবো,
তুমি এসো, রাতভর গল্প বলব!
বিষাদ মাখা দিনের স্বপ্ন গুলো ডিঙ্গিয়ে দিয়ে
হাতছানি দেওয়া স্বপ্ন গুলো ছোঁব,
আবার নতুন করে,
স্বপ্নগুলো কাছে টেনে নিবো
তুমি এসো।
তোমার চোখে চোখ রেখে কবিতা বলব,
তুমি এসো, রাতভর গল্প বলব।
তুমি সেই ঘুম পাগলী,
পিঠ ঠেকলে তুমি ঘুমের রাজ্যে ,
আমার বিশ্বাস চন্দ্রভরা রাতে
তুমি ঘুমাতে পারবেনা,
তুমি এসো গল্প বলতে বলতে
চন্দ্রদেশে হারিয়ে যাবো!
তুমি এসো রাতভর গল্প বলব।
ঠিক বিরহের কবিতা বলা যায় না, তবে কবিতায় সঙ্গীর প্রতি আবেগ এবং তাকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। তার সাথে আবার চাঁদের দেশে, তারা দেশে চিরনিদ্রায় পাড়ি দেবার চেষ্টা।
সুন্দর কবিতা। বানান নির্ভুল।
শুভ কামনা রইল।
আমিও চাই আসুক। গুরুচাণ্ডালী দোষ ছিল। কবিতাটি ভালো লেগেছে।
শুভ কামনা রইলো
অনেক সুন্দর রোমান্টিক কবিতা।
পড়ে ভালো লাগলো।
প্রিয়জনকে নিয়ে কতো কিছু করবে সেই প্রতিক্ষায়…
রাতে জ্যেৎস্না আলোয় গল্প করবে,আরও কতো আকাঙক্ষা।
বানানেও কোনো ভুল চোখে পড়েনি।
শুভ কামনা রইলো।
বেশ সুন্দর একটি রোমান্টিক কবিতা।
কবি তার অনুভূতির পূর্ণ প্রকাশ ঘটাতে পারতেন,যদি আরেকটু সুন্দর শব্দচয়ন হতো!
উপস্থাপনভঙ্গী ও ভালো ছিলো।
শুভকামনা।।