তব প্রেমে হৃদয় ব্যাকুল
প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,500 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

মাহদী হাসান ফরাজী

হৃদয়ের ক্যানভাসে আঁকা যার ছবি
প্রণয়ের নীলাকাশে ভাসে যার ছবি
পুষ্পের শোভাফ্রেমে বাঁধা যার ছবি
ত্রিভুবনের প্রিয় তিনি আমাদের নাবি।
যার প্রেমে প্রেমিকেরা দিয়ে দেয় সবি
যার প্রেমে দিবা-রাতি লিখে যায় কবি
যার প্রেমে আলো দেয় প্রভাতের রবি
তিনি হলেন প্রিয় নাবি রাসূলে আরাবি।
যার নামে সুর তুলে উড়ে যায় পাখি
যার শানে গান গেয়ে ভিজে যায় আঁখি
যার নামে প্রেম-প্রীতি ভালবাসা মাখি
তার নাম তার প্রেম এ পরানে রাখি।
মন শুধু ছুটে চলে দূর মাদিনায়
দরূদ ও সালাম দিতে সবুজ আঙিনায়
দিদারের তামান্না নিয়ে এ সিনায়
সেজদায় কেঁদে কেঁদে আর্জি জানায়।
এ হৃদয়ে যত প্রেম যত প্রণয়, আশা
ভালবাসা প্রকাশের আছে যত ভাষা
এ ধরার সব সুরে তব গুণ গেয়ে
তব পানে এ জীবন সপে হাসি ছেয়ে
অকপটে বলে যাবো হে প্রিয় রাসূল!
তব প্রেম, দিদারে হৃদয় ব্যাকুল।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৭ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    অনেক সুন্দর লিখেছেন এই কবিতার তো কোন তুলনাই হয় না। মহানবী (সাঃ) আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, তিনি আমাদের ধ্যান জ্ঞান ও মনে আজীবন থাকবেন।
    ছন্দমিলগুলো অসাধারণ হয়েছে। শব্দচয়নও মনোমুগ্ধকর।
    নাবি শব্দটা নবী লিখলেই ভালো হত ছন্দের সাথে মিলতো
    সবি বানানটা সবই হবে।
    শুভ কামনা।

    Reply
  2. বুনোহাঁস

    যেহেতু এবারে ছড়া আলাদা একটি বিভাগে দেয়া হয়েছে সেহেতু লেখাটি সেখানেই দিলে হত। এটি ছড়ার আওতায় পড়ে।
    নবী প্রেম স্পষ্টভাবে ফুটে উঠেছে আপনার লেখনশৈলীতে। যা মুগ্ধ হয়ে গেঁথে যায় অন্তর গহীনে।
    শব্দটি সঁপে হবে।
    শুভ কামনা রইলো।

    Reply
  3. Halima tus sadia

    চমৎকার একটি কবিতা নবীকে নিয়ে।
    হয়রত মোহাম্মদ (স:) সর্বশ্রেষ্ঠ নবী।তার নামটার সাথেই ভালোবাসা জড়িয়ে রয়েছে।
    মনোমুগ্ধকর কবিতা।
    হ্নদয় ছুঁয়ে গেল।
    শুভ কামনা রইলো।

    Reply
  4. মাহদী হাসান ফরাজী

    প্রিয় বোন! আপনার মন্তব্য পড়ে সত্যিই আমার মনটা ভরে গেল। আপনাকে আমার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি।

    Reply
  5. Rifat

    মহানবি হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ্ঠ নবি ও রাসুল। তার তুলন আর কেউ হয় না।
    তাকে নিয়ে লেখা এই কবিতাটিও অসাধারণ হয়েছে।

    Reply
  6. Parvej Mosharof

    কিছু শব্দে ভুল রয়েছে। আর মহানবী আমাদের হৃদয়ে থাকবেন সব সময়ের জন্য। মোটামোটি ভাবে কবিতাটি অনেক ভালো হয়েছে।

    Reply
  7. Naeemul Islam Gulzar

    ভালো লেগেছে কবিতাটি।অনেক অনেক এগিয়ে যাবেন।কারণ,আপনার হৃদয়ে আছে রাসুলুল্লাহ (সা.)এর প্রেম।শুভকামনা♥

    Reply

Leave a Reply to মাহদী হাসান ফরাজী Cancel reply

Your email address will not be published. Required fields are marked *