টেনশন
প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,858 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

আহমেদ জনি

টেনশন যদি থাকে মনে, মন বসে না কাজে
টেনশন ছাড়া মানুষ নাই, এ সমাজের মাঝে!
পকেটমারের টেনশন, কখন খাই ধরা..
গনধোলাই মাফ হবে না, পরবে পিঠে কড়া।
কারোও আছে ওপারের, কখন যাই মরে,
লাশটা ভাই পরে থাকবে অন্ধকার ঐ ঘরে।
আমল তেমন নাই, কি হবে মোর উপায়,
যদিও আমি পাই পার, মহান আল্লাহ কৃপায়।
কারও আছে জায়গা-জমি, কারও সাংসারিক
কারও কাছে ভাগ্য গুনে, থাকে সর্বদিক।
ছাত্রদের আছে বেশ, পড়াশুনার টেনশন
চাকরীজীবি মানুষের, চিন্তায় থাকে পেনশন।
ধনীর বেশ টেনশন, আরো চাই গাড়ী-বাড়ী,
নেতার হল ক্ষমতা, প্রয়োজনে মারামারি।
চোরের রাতে নাই ঘুম, করি কেমনে চুরি,
অন্যের মাল খেয়ে খেয়ে বাড়াই কেমনে ভুঁড়ি।
বৃদ্ধ বয়সে বাড়ে টেনশন, এই বুঝি আমি শেষ!
কখন জানি খোদার ডাকে, চলে যাব কবরদেশ।
টেনশনের নাই শেষ, একটা শেষে একটা শুরু
টেনশন সব করতে করতে, আজ হয়ে গেলাম বুড়ো।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৪ Comments

  1. MD Soaibe

    অনেক সুন্দর একটি কবিতা। যা বাস্তবে সাথে খুব মিল আছে। টেনশন ছাড়া দুনিয়াতে কেউ নেই। কারো টাকার,কারো জমির,কারো মৃত্যুর ইত্যাদি। খুব ভালো লাগলো কবিতাটা পরে। অনেক শুভ কামনা রইল।

    Reply
  2. আহমেদ জনি

    ধন্যবাদ। ভালো মন্তব্য করার জন্য। দোয়া করবেন আমাদের জন্য।

    Reply
  3. আফরোজা আক্তার ইতি

    ছোট্ট একটা কবিতা হলেও বাস্তবতার এক বিশাল দিক তুলে ধরেছেন কবিতায়। প্রত্যেক মানুষেরই টেনশন থাকে। যদিও কেউ কারোটাই বুঝতে পারে না। ধনী লোকেদের থাকে ধন সম্পদ চুরির টেনশন, গরীবদের থাকে দু’মুঠো ভাতের টেনশন। ছাত্রদের থাকে পড়ালেখার, বেকারদের থাকে চাকরির টেনশন। পৃথিবীটা চলছেই টেনশনের উপর, তাই সবাই একই চক্রে বাঁধা।

    শব্দগুচ্ছ ও ছন্দমিল গুলো বেশ ভালো ছিল। বানানেও তেমন কোন ভুল আমার নজরে পরে নি।
    গনধোলাই- গণধোলাই।

    Reply
  4. Naeemul Islam Gulzar

    এ যেন সহজ স্বীকারুক্তি।সত্যিই টেনশন এর নেই কোন শেষ।শুভকামনা আপনার জন্যে✌

    Reply

Leave a Reply to আহমেদ জনি Cancel reply

Your email address will not be published. Required fields are marked *