তাহাজ্জুদের সালাতে
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,251 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

জান্নাতুন না’ঈম

রাতের আঁধারে চাঁদের শিয়রে গম্ভীরা রাগ বাজে,
কোথাকার কোন লক্ষী পেঁচা বিরহীনি ডাকে কাঁদে।
শুভ্রতা মাখা মেঘেদের দল হাতছানি দিয়ে যায়,
নিশা চন্দনা অরুপ-রতনা চোখ মেলে শুধু চায়।
ঝিরিঝিরি সুরে কারা গায় যেনো গীত ওই মধুপবনে
ঘুমের চাদরে আলোক জ্বালো প্রেম-পুণ্যের স্মরণে।
ইছামতী তীরে রাখালের ওই ঢেউ-টলমল বাঁশরী,
বনবিছুটির লতায় লতায় গিয়াছে সঞ্চারি।
প্রাণের আকুতি তারি সাথে মিশে টুপটুপ করে ঝরে,
দুইটি আঁখির পলক পড়েনা ভাসে শুধু হিয়া-জলে।
কেমন প্রহর,কোন সে লগন কেন তব আঁখিজল।
দুইটি গন্ড আকুলিয়া হয়ে নীরবেই ঝুঁকে,নয় ছল!
সময় কাটিয়া যায়,সিজদা তাহার ফুরায় না আর
সারাদিন যতো ক্লান্তি’র ঝুড়ি করেছে শরীরে ভার-
হোক তবু,এই শান্ত মিলনে,
মহান প্রভু আছেন সাধনে।
আজ সকল বেদনা;
দুঃখ যত দিনমান ভরি পাবে জানি সান্ত্বনা।
তাইতো একান্তে,না বলা যত বুলি জমিয়ে হৃদয় প্রাচীরে,
জীবনের এই চলার পথে করেছি পাপ হয়তো বা ভুলে।
আমি জানিনা,কিছু বুঝিনা– তুমি জ্ঞানের মশাল জ্বালো-
বুঝায়ে,শিখায়ে প্রজ্ঞা আভায় রাঙিয়ে আমায় তোলো।
তাহাজ্জুদের সালাতে তোমার গুণগাণ শত গাই,
জানি জানি কভু, তবু সে সকল শেষ হবার নাই।
আমি শ্রান্ত,ক্ষতে বিক্ষত,এক পাপী যে ছন্নছাড়া
কাফেলা তোমার ছুটিয়া গিয়াছে অসহায় দলহারা।
কত মহিমাময়ী নারী!প্রভু নাওগো আমায় নাও-
তাঁদের দলের হই বা শিশিরফোটা!
প্রমত্ত জল,বারিধারার একটুখানি ছটা!

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

২ Comments

  1. shahrulislamsayem@gmail.com

    আলহামদুলিল্লাহ।

    কি সুন্দর লেখার ধারা। খুব খুব ভালো লেগেছে। এরকম ছন্দের মিল খুব কম কবিতায় পেয়েছি

    Reply
  2. Naeemul Islam Gulzar

    চমৎকার।কবি তার কবিতায় সকল ভুলের জন্য তাহাজ্জুদের সালাতে ক্ষমা চেয়েছেন।প্রভুর গুণগান গেয়েছেন।কবির এই চাওয়াগুলো আমার মতো অধমেরও চাওয়া।আল্লাহ উভয়ের চাওয়াকে কবুল করুক।কবিতাটি ভালো লেগেছে।শুভকামনা

    Reply

Leave a Reply to Naeemul Islam Gulzar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *