সুখ
প্রকাশিত: অগাস্ট ৬, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,415 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখক→চাঁদনী নূর লামিয়া

আহারে সুখ! হায়রে সুখ মরীচিকা তুই সুখ,
তোর তরেতে ডুবে থাকতে
আশায় থাকে কত মুখ!
শত যতনে হাজার বারনে তোকে ছোঁয়ার নেশায়,
মানুষে নিজেরে অঙ্গারে পুরে স্বপ্নের ভেলাতে ভাসাই।
আহারে সুখ,হায়রে সুখ,আলেয়া তুই সুখ,
তোকে নিজের করে পেতে কে ধনী আর কে গরীব,সকলেই করে লোভ!
সাদা আর কালো কিবা রঙিন আলো
তোকে জয় করতে মানুষে ভুলে যায়,
কিসে ক্ষতি আর কিসে ভালো”
আহারে সুখ,হায়রে সুখ,সোনার হরিণ তুই সুখ,
তোর মাঝেতে নিজেকে হারাতে
কত দুঃখী ভরসায় বাধে বুক।
কোন রুপেতে ভুলিস তুই,থাকিস কোন দেশে?
তোর তরেতে মজিতে মানুষ নিজেকে সাজাই নানান বেশে।
আহারে সুখ,হাইরে সুখ,কোহিনূর তুই সুখ,
তোর পিছনে ছুটে নিঃস্ব হয়েছে কতো প্রাণের কতো লোক!
কে যুবা আর কে শোভা সকলেই তোরে খুঁজে,
নিশি দিবা ঘুমে নিদ্রাতে শুধু তোর স্বপ্নেই থাকে মজে।
আহারে সুখ,হাইরে সুখ,ছলনাময়ী তুই সুখ!
ক্ষণিকের তরে দেখা দিয়ে তুই লুকিয়ে থাকিস কতো যুগ?
আজ এপারে তো কাল ওপারে তুই, থাকিস মাটিতে নাকি জলে ভরা সাগরে?
কান্নাতে ভুলিস নাকি রঙধনু ছড়াস হাসিতে আর আদরে!
নিরাশায় বসত করে তুই আশাতে বুনিস তোর শিকারি ফাঁদ,
দুঃখীদের কাছে তুই যে সব,তুই যে মাধবীর চাঁদ!

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৯ Comments

  1. Rabbi Hasan

    সুখ সে তো সোনার হরিণ, তবে কঠোর পরিশ্রম ও সাধনা করলে সুখ এমনিতেই ধরা দিবে। বিল গেটস বলেছেন, If u born in poor its not your bad luck, but u died in poor its your bad luck..

    Reply
  2. Anamika Rimjhim

    ভাল হয়েছে।শুভ কামনা

    Reply
  3. Anamika Rimjhim

    ভাল হয়েছে।শুভ কামনা।

    Reply
  4. Halima tus sadia

    সুখের জন্যই তো মানুষের এতো কিছু।একটু সুখের জন্য মানুষ কতো পরিশ্রমই না করে।তবুও সে সুখ সবার কপালে জুটে না।
    তবে দুঃখের পরেই সুখ আসে।
    সুখ যদিও সোনার হরিণ তবে একদিন পরিশ্রমের ফর পাওয়া যায়।
    বারনে–বারণে

    শুভ কামনা।
    ভালো লেগেছে।

    Reply
  5. আফরোজা আক্তার ইতি

    কবিতাটি খুবই সুন্দর হয়েছে। সুখের মত দুর্লভ বস্তু পেতে সবাই ব্যাকুল, মরিয়া। সবাই সুখে হারিয়ে যেতে চায়, এজন্য কোন পাপকাজ করতেও দ্বিধাবোধ করে না। সুখ যে কোথায় গেলে পাওয়া যাবে সেটা সবার মনেই প্রশ্ন। সুন্দর একটি কবিতা। তবে বানানে কিছু ভুল আছে।
    বারনে- বারণে।
    ভেলাতে ভাসাই- ভেলাতে ভাসায়।
    কিবা- কি’বা/কিংবা।
    বাধে- বাঁধে।
    সাজাই- সাজায়।
    রঙধনু- রংধনু।

    Reply
  6. Rahim Miah

    আহারে দুখ, সুখ আসলে পাওয়া অনেক কঠিন। যাইহোক বানান দেখলাম সব ধরে দিয়েছে তাই আর ধরছি না। তবে কবিতাটা অসাধারণ ছিল। ভালো লেগেছে, শুভ কামনা

    Reply
  7. Zinifa Efat

    ভালো হয়েছে, শুভকামনা

    Reply
  8. Mahbub Alom

    সুখ সুখ করে দুনিয়ার ঘুম নষ্ট করি আমরা।সুখ পেতে ভালো কি মন্দ সব করি।কিন্তু সুখের দেখা কই?

    তাইতো কবিকুল বলে গেছেন,
    অন্যের তরে নিজের সবটুকু উৎসর্গের মাঝেই রয়েছে সুখ।শুধু সুখ সুখ করে কেঁদে লাভ নেই।
    এই সত্যটুকু মেনেই আমরা সুখের আশা করবো,আগে নয়।

    অনেক সুন্দর হয়েছে।বানানে কিছু ভুল আছে।
    ধন্যবাদ

    Reply
  9. Sajjad alam

    কয়েকটি ভুল,
    বারন___ বারণ
    কতো___ কত
    হাইরে___ হায়রে
    রুপ___ রূপ
    .
    নামকরণটা যথার্থ।
    কনসেপ্টটা ভালো ছিলো।
    লেখনীও বেশ ভালো।
    .
    বারবার সুখ শব্দটা শুনতে কেমন যেন বিরক্তিকর লেগেছে। বিরাম চিহ্নের পর স্পেসের পর শব্দ শুরু হবে। আপনি অনেক জায়গায় এটি দেননি।
    .
    সুখের অাশায় মানুষ কতকিছুই না করে। সুখের জন্য একজন অারেকজনের সুখ কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। সুখের আশায় আমরাও চেয়ে থাকি।
    .
    সবমিলে ভালোই।
    শুভ কামনা রইলো।

    Reply

Leave a Reply to Mahbub Alom Cancel reply

Your email address will not be published. Required fields are marked *