সুখ
প্রকাশিত: মার্চ ৬, ২০১৮
লেখকঃ vickycherry05

 2,653 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ vickycherry05

গল্প লেখকঃ
Moniruzzaman Sarkar
(মার্চ – ২০১৮)
……………

আজ নাবহানের মনটা খারাপ। এটা বিরাট কোন সমস্যা না। মন থাকলে তো মন খারাপ হবেই। গরু- ছাগলের তো আর মন খারাপ হয় না ( হয়তো হয়, সেটা অন্য ব্যাপার)। সমস্যা হলো মন খারাপের কারনটা সে কোনভাবেই আবিস্কার করতে পারছে না। যাইহোক, পুরোনো অভ্যাসবশত সে নদীর পাড়ে গাছের ছায়ায় একাকী বসে আছে। ভর দুপুর। চরময় নদীর সাদা বালু চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। চোখকে কিছুটা বিশ্রাম দেয়ার জন্যই সে উপরের দিকে তাকালো। কাক বাবাজী মনে হয় আগে থেকেই প্রস্তুত ছিলো। একেবারে অব্যর্থ নিশানা। মেজাজ খারাপের ষোলকলা পূরন করা আর কি। ঠিক এমন সময় এক ৫/৬ বছরের একটি পিচ্চি মেয়ে এসে বললো…
-ভাইজান পাঁচটা টাকা দেন।
– (কিছুটা বিরক্ত হয়ে) কি করবা?
– মালাই বরফ খামু
-( নাবহান ১০ টাকা বের করে দিয়ে বললো) আমার জন্যও একটা আনো।
– মেয়েটা মালাই আইসক্রিম না এনে সবুজ রঙের দুটো আইসক্রিম নিয়ে ফিরলো।
– দুইটাই খেতে পারবা? – মেয়েটা ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো।
– মেয়েটা দুইহাতে দুইটা আইসক্রিম নিয়ে পরম তৃপ্তি সহকারে কামড় দিচ্ছে। রং মাখানো সস্তা আইসক্রিম পিচ্চিটার ছোট্ট ঠোঁট আর জিহ্বাটাকে রঙীন করে দিয়েছে। -অনেকটা কাকতালীয়ভাবেই সবুজ ফ্রগ পরে আসা মেয়েটাকে আজ পরীদের মতো দেখাচ্ছে।ডানাকাটা পরী।
– এত সুন্দর দৃশ্য নাবহান কখনোই দেখেনি। কখনোই না….

সম্পর্কিত পোস্ট

অঘোষিত মায়া

অঘোষিত মায়া

বইয়ের প্রিভিউ ,, বই : অঘোষিত মায়া লেখক :মাহবুবা শাওলীন স্বপ্নিল . ১.প্রিয়জনের মায়ায় আটকানোর ক্ষমতা সবার থাকে না। ২.মানুষ কখনো প্রয়োজনীয় কথা অন্যদের জানাতে ভুল করে না। তবে অপ্রয়োজনীয় কথা মানুষ না জানাতে চাইলেও কীভাবে যেন কেউ না কেউ জেনে যায়। ৩. জগতে দুই ধরণের মানুষ...

আমার জামি

আমার জামি

জান্নাতুল না'ঈমা জীবনের খাতায় রোজ রোজ হাজারো গল্প জমা হয়। কিছু গল্প ব্যর্থতার,কিছু গল্প সফলতার। কিছু আনন্দের,কিছু বা হতাশার। গল্প যেমনই হোক,আমরা ইরেজার দিয়ে সেটা মুছে ফেলতে পারি না। চলার পথে ফ্ল্যাশব্যাক হয়। অতীতটা মুহূর্তেই জোনাই পরীর ডানার মতো জ্বলজ্বলিয়ে নাচতে...

ভাইয়া

ভাইয়া

ভাইয়া! আবেগের এক সিক্ত ছোঁয়া, ভালবাসার এক উদ্দীপনা, ভাইয়া! ভুলের মাঝে ভুল কে খোঁজা, আর ভালবাসার মাঝে ভাইকে খোঁজা, দুটোই এক কথা! ভুল তো ভুল ই তার মাঝে ভুল কে খোঁজা যেমন মূর্খতা বা বোকামি। ঠিক তেমনি ভালবাসার মাঝে ভাইকে খোজাও মূর্খতা! আমার কাছে ভাইয়া শব্দটাই ভালবাসার...

৩ Comments

  1. Monir

    আসলে, সবখানেই সুখ ছড়িয়ে রয়েছে। অনুভব করার মাঝেই তার সার্থকতা 🙂

    Reply
  2. Rafiq

    Valo laglo. but too small….

    Reply
  3. Shihab

    Onek sundor. Carry on vai 🙂

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *