@রেহেনা বিনতে আযিয
.
আমি চাই তুমি আলো হও,
যে আলো লেপ্টে থাকবে
অন্ধকারের অলিতে গলিতে।
.
আমি চাই তুমি ফুল হও,
যে ফুলের সুবাসে
মুখরিত হবে চতুর্পাশ।
.
আমি চাই তুমি সূর্য হও,
যে সূর্যের উত্তাপে জাগবে অসহায় মানুষ,
পুড়বে পৃথিবীর অশুভ শক্তি।
.
আমি চাই তুমি বৃষ্টি হও,
যে এক পশলা বৃষ্টি
সতেজ করবে ফসলের মাঠ,
ফোটাবে কৃষকের মুখে হাসি।
.
আমি চাই তুমি রংধনু হও,
যে রংধনু সাতটি রংঙে
রাঙাবে আকাশের বুক।
.
আমি চাই তুমি পতাকা হও,
আকাশে উড়বে তুমি
লাল সবুজের ডানা মেলে।
.
আমি চাই তুমি বৃক্ষ হও,
যার ছায়ায় বসে একটু
জিরিয়ে নিবে ক্লান্ত পথিক।
.
আমি চাই তুমি জাগরণের মঞ্চ হও,
যেখানে দাড়িয়ে আবৃত্তি করবো
স্বাধীনতার কবিতা।
.
আমি চাই তুমি তারার মিছিল হও,
যার নিভু নিভু আলোতে
চলতে পারবে পথিক।
.
আমি চাই তুমি মাও সেতুং,চারু মজুমদার,
হয়ে পৃথিবীতে নিপীড়তের জয়ধ্বনি করো
আর সুকান্তের কবিতার মতো হও,
এক একটি ঝাঁঝালো পংক্তি।
তুলসী বনের বাঘ
তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...
“আমি চাই তুমি মাও সেতুং,চারু মজুমদার,
হয়ে পৃথিবীতে নিপীড়িতের জয়ধ্বনি করো
আর সুকান্তের কবিতার মতো হও,
এক একটি ঝাঁঝালো পংক্তি।”পৃথিবীর সকল মানুষের প্রতি কি সুন্দর আহবান।শুভকামনা নিরন্তর
অসাধারন।
প্রত্যেকটি ছত্রই প্রশংসার দাবী রাখে।
কবির প্রতি চাওয়া যেন পাওয়া হয়।শুভকামনা।