লেখা: আখলাকুর রহমান
.
ইসলামী সুর ডাকে
মিনারের কিনারে,
জান্নাতী নূর ভাসে
মুয়াজ্জিনের আহবানে।
কুরআনের কথা শুনে
শত প্রাণ ঈমান আনে,
দরুদ জপে আনমনে
রাসুল পাকের মহা শানে।
সততার পণ বুকে
মিথ্যাকে পিছে রুখে,
সঙ্গী গরিবের দুঃখ-সুখে
ইসলামের কালিমা রইবে মুখে।
রাগ নয় ধৈর্য চাই
এই সুরে কণ্ঠ মিলাই,
অসহায়দের পাশে দাড়াই
মহানন্দে হাসি বিলাই।
মানুষের তরে মানুষ
মুছতে হবে সব ফানুস,
ইসলামী বানে বিশ্ব ভাসুক
মহান আল্লাহ্ সহায় থাকুক।
তুলসী বনের বাঘ
তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...
সুন্দর সাবলীল একটি ইসলামিক কবিতা। ভালো লেগেছে। থাকুক কোনো শব্দ নেই, থাক হবে।
শুভ কামনা রইলো।
ইসলামীক একটি ছড়া পড়লাম। যার মাঝে রয়েছে প্রশান্তির বাণী। প্রতিটি চরণই বেশ ভালো লেগেছে। ছন্দমিলগুলোও ভালো লেগেছে।
বানানে দুইটা ভুল আছে।
দাড়িয়ে- দাঁড়িয়ে।
আহবান- আহ্বান।
শুভ কামনা।
পুরো পৃথিবীটা শান্তিময় হলে হোক আমরাও এটা চাই।আর ইসলাম তো শান্তিরই ধর্ম।চমৎকার লেগেছে ছড়াটি।তবে ছড়াতে ছন্দের প্রতি আরো যত্ন নিলে আরোও চমৎকার হবে ছড়াটি।শুভকামনা♥
রাগ নয়,ধৈর্যের মাধ্যমেই কণ্ঠে মিলাই।অসহায়দের পাশে দাঁড়াই।
চমৎকার একটি ইসলামিক ছড়া।ভালো লাগলো।
বানানে কোন ভুল নেই
আহবান–আহ্বান
দাড়িয়–দাঁড়িয়
শুভ কামনা রইলো।