স্বাধীনতা
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,238 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লিখা: রাব্বি হাসান

স্বাধীন মানে মুক্ত আকাশে
ডানা মেলে উড়তে পারা,
স্বাধীন মানে ইচ্ছে মতো
যেখানে সেখানে দিব্যি ঘুরা।
স্বাধীন মানে মনের সুখে
গাইতে পারা গান,
স্বাধীন মোদের কষ্টে গড়া
দিয়েছি অনেক প্রাণ।
বদ্ধ ঘরে থাকতে যেমন
মন কারো না চায়,
উড়তে তখন মনটা কাঁদে
উড়তে পারি নি বাঁধায়।
তেমনি মোদের দামাল ছেলেরা
স্বাধীন হতে যুদ্ধ করে,
মুক্ত আকাশে উড়ার জন্য
শত্রুর সাথে জীবন লড়ে।
সেদিন ছিল ১৬ তারিখ
বৃহস্পতিবার দিন,
দামাল ছেলেরা স্বাধীন হয়ে
বিজয়ের পতাকা করলো উড্ডিন।
সেদিন থেকে পেলাম মোরা
স্বাধীনতার মিষ্টি স্বাদ,
শপথ নিলাম থাকব পাশে
করব না কখনো বিবাদ।
সমাপ্ত

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

১ Comment

  1. Naeemul Islam Gulzar

    চমৎকার।খুব সহজ-সরল শব্দের সাহায্যে সহজ ভাষায় স্বাধীনের সংজ্ঞা তুলে ধরেছেন কবি তার কবিতার মাধ্যমে।ভালো লেগেছে।শুভকামনা

    Reply

Leave a Reply to Naeemul Islam Gulzar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *