সমাদরে সর্বদা
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,855 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

তাহসিন আহমেদ

বড় ভাই বলে, “দেখ গরু ওড়ে আকাশেতে,
আর দুইপাশে আছে দুটি পাখা তার।”
চায়ের কাপে চুমুক দিয়ে শিষ্যরা সব বলে,
“আরে! আরে! এই উড়ন্ত গরুটা কার?”
.
রাস্তায় হেঁটে যায়, অতি অতি সুন্দরী রমণী
বড় ভাই আর তার শিষ্যরা চোখ করে সই,
সিনেমার মাঝখানে নেচে ওঠে নায়িকা
বড় ভাই বলে, “ছি, ওড়না গেল কই?”
.
ফাঁস হয় প্রশ্ন, ফাস্ট হয় নায়িকার ভাই
শিষ্যরা বলে, “আর তো উপায় নাই।”
বড় ভাই গর্জে ওঠে, “আছে আছে আছে,
মোটিভেট করে করে বিড়াল ওঠাব গাছে।”
.
“চাকরিটা হয়ে গেলে চায়ের খরচ আমার”,
ভাই বলে, “হয়ে যাবে। চিন্তা করিস না আর”
শুনুন আমার কথা, আমি কিছু বলতে চাই,
গতকাল আপনারে স্বপ্নে দেখেছি ভাই।
.
চরিত্র কেমন তোমার? তার সনদপত্র কই?
গিয়েছি অফিস, চেয়ারম্যান সাহেব নাই।
“কোথায় গিয়েছে চরিত্রের সত্যায়নকারী?”
ধর্ষণ মামলায় রুদ্ধ তিনি; নিজ শ্বশুড়বাড়ি।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

১ Comment

  1. khushina khatun

    শর্ষের মধ্যে যে ভূত থাকে আরো একবার প্রমানিত।

    Reply

Leave a Reply to khushina khatun Cancel reply

Your email address will not be published. Required fields are marked *