নির্বাক_পাখি
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...
: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...
বাহ্,চমৎকার।ছন্দে,তালে,শব্দের বুননে হৃদয়ছোঁয়া এক কবিতা।
শেষ পর্যন্ত প্রাণপ্রিয় বঙ্গবন্ধুর কথাটি ভুল প্রমাণিত হলো।বাঙলার কিছু ঘাতকই তার প্রাণকে কেড়ে নিলো।হায়রে বাঙালি!
গভীর অনুভূতি দিয়ে বঙ্গবন্ধুকে দেখতে হয়।এমন বাঙালি জাগ্রত নেতা আর নেই।তাকে নিজ চোখে না দেখেও তাকে ভালোবেসে এ চোখ সিক্ত।
বানানের একাধিক ভুল কবিতার সৌন্দর্য্যে ব্যাঘাত ঘটিয়েছে।
ধন্যবাদ
ভালো লাগলো কবিতাটি।বঙ্গবন্ধুকে নিয়ে লিখা।
বড়ই খারাপ লাগে সেই ১৫ আগষ্টের কথা স্মরণ করলে।
নির্মমভাবে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে।কাউকে রেহায় দেয়নি।
তবে মুজিব আজও বহমান কোটি বাঙালির বুকে।
শেষের চার লাইন ভালো লেগেছে।
বাংলার বুকে পিতা হারানোর বেদনা
আজও বয়ে যায় করুণ শোকে,
মুজিব তুমি আজও আছ বহমান,
কোটি বাঙালির বুকে।
মহলায়–মহল্লায়
জানতোনা–জানতো না
জাপিয়ে–ঝাপিয়ে
বঙ্গবন্ধু বুকে–বঙ্গবন্ধুর বুকে
শুভ কামনা রইলো।
১৫ ই আগস্ট, সংঘটিত হয়েছিল ইতিহাসের একটি কালো অধ্যায়।
কবিতায় ছন্দ পতন ঘটেছে। আর এতে কতগুলো ভুল চোখে পড়লো।যেমনঃ
মহলায়=মহল্লায়,
আমাদের বাংলাদেশ যিনি সূচনা করেছে = আমাদের বাংলাদেশ যিনি সূচনা করেছেন,
কেউ জানতোনা,তিনিও জানতোনা=তিনিও জানতেন না। (এরকম ভুল আরো আছে)
গুলাগলি=গোলাগুলি,
জাপিয়ে= ঝাঁপিয়ে,
ঘাতের দল জাপিয়ে পড়ল=ঘাতকের দল ঝাঁপিয়ে পড়ল,
আরো সুন্দর লেখা কামনা করি। 🙂
নবাব সিরাজ ঊদ্দৌলাকে যেমন তারই বিশ্বাসী লোক মিরজাফর হত্যা করেছিল, ঠিক তেমনি বঙ্গবন্ধুও তারই বিশ্বাসী বাঙালীর হাতে হত্যা হয়েছিলেন। শুধু তিনিই না, হত্যা হয়েছিল তার পুরো পরিবার এমনকি ছোট্ট শিশু রাসেলও। খুব সুন্দর করে ছন্দমিল রেখে কবিতাটি লিখেছিলেন এবং মনকে কাঁদানোর মত। তবে বানানে অনেক ভুল আছে। আর স্পেসের ব্যবহার বেশি হয়েছে।
মহলায়- মহল্লায়।
তিনিও জানতোনা- জানতেন না।
গুলাগলি- গুলাগুলি।
বঙ্গবন্ধু বুকে- বঙ্গবন্ধুর বুকে।
শুভ কামনা রইল।
অনেক ভালো লেগেছে।
সাবলীল লেখা মনে হলো।
কনসেপ্টটাও খু্ব সুন্দর।
বঙ্গবন্ধুকে নিয়ে যতই লেখা হবে ততই কমতি হবে না।
শুভ কামনা।