গল্প লেখকঃ
রিয়া মনি
শ্রেণি : ১০ম
(মার্চ – ২০১৮)
…………
এক দেশে ছিল এক রাণী। একদা রাণী তার স্নো-হোয়াইট নামে সৎ কন্যার প্রতি প্রতিসিংপরায়ণ হল। তাকে মেরে ফেলার জন্য সে ঘাতককে আদেশ দিল। কিন্তুু ঘাতক স্নো-হোয়াইটাকে না মেরে বনের মধ্যে ফেলে আসলো। সে যখন ভয়ে বনের মধ্যে দৌড়া-দৌড়ি করছিল তখন সাত বামন তাকে পেল। তারা তাকে বাড়িতে নিয়ে গেল এবং লালন পালন করল। একদিন এক রাজকুমার বনে আসলো। যখনই সে তাকে দেখতে পেল, তখন সে তার ভালবাসায় আবদ্ধ হয়ে গেল। তাকে সে বিয়ে করল এবং তাকে তার রাজধানীতে নিয়ে গেল। ঐ রাণী একথা শুনল এবং তাকে হত্যা করার জন্য সে রাজকুমারের রাজপ্রাসাদে গেল। যখন সে রাজধানীতে গিয়ে পৌঁছাল তখন রক্ষিরা তাকে ধরে ফেলল। তাকে রাজকুমারের নিকট নিয়ে গেল। তাকে দেখে রাজকুমার খুবই উত্তেজিত হল। সে তার লোকদেরকে আদেশ করল তাকে শাস্তি দেওয়ার জন্য। স্নো-হোয়াইট সে কথা শুনতে পেল। সে সেখানে দৌড়ে গেল। রাণী অনুতপ্ত হল এবং স্নো-হোয়াইট এর নিকট ক্ষমা প্রার্থনা করল। স্নো-হোয়াইট ছিল সু-হৃদয়ের অধিকারী মহিলা। সে রাণীকে ক্ষমা করে দিল। সে সময় হতে স্নো-হোয়াইট তার রাজকুমারের সাথে সুখের সাথে সময় কাটাতে লাগল।
০ Comments