প্রত্যাশা
প্রকাশিত: অক্টোবর ৪, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,072 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

আ.র.ফ আসআদ ইবনে শাহীন
**********
অনম্বরীর পানে অনিবার আমি
তোমাকেই খুঁজেছি আশাবরী,
শুধু একবার নয়,যুগ-যুগান্তর
হয়ে উন্মাদ তোমায় খুঁজে ফিরি।
গ্রাম থেকে গ্রাম-গ্রামান্তর কিংবা
শহর-বন্দর আরো বলো আড়ং,
সন্ধ্যার নীলাম্বরীর নীলিমার মতন
খুঁজি তোমাতেই ভালোবাসার রং।
এসো তুমি! আমার মনের প্রেমভবে
নিয়ে তোমার প্রণয়ের কাদম্বিনী,
সিক্ত হবো আমরা দু’জন দু’জনাই
নিশিভোর বাড়ির ছাদে কুহকিনী।
—————————————-
শিক্ষার্থী: আন্তর্জাতিক ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় “আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া”,চট্টগ্রাম।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. বুনোহাঁস

    চমৎকার লেখনশৈলী। মুগ্ধ হয়ে পড়া যায়।
    এগিয়ে যান, আপনার লেখার হাত ভালো। আশা করি সুদিন সামনে পড়ে আছে….
    শুভ কামনা রইলো।

    Reply
  2. Halima tus sadia

    অনেক সুন্দর লিখা।
    তবে কবিতাটা আরেকটু বড় করতে পারতেন।
    পড়ে ভালো লাগলো।
    শুভ কামনা রইলো।এগিয়ে যান কলমের গতিতে।

    Reply
  3. আফরোজা আক্তার ইতি

    বেশ চমৎকার একটি কবিতায়। কবিতায় প্রিয়তমাকে কাছে পাওয়ার প্রত্যাশা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। কবিতার প্রতিটি চরণের শব্দচয়ন ও লেখনশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর মনে হল।
    বানানে তেমন কোন ভুল নেই। কবির লেখার হাত খুবই চমৎকার। অসাধারণ শব্দের সব গাঁথুনি দিয়ে কবিতাটি লিখেছেন।
    একবার নয়,যুগ-যুগান্তর- একবার নয়, স্পেস হবে এরপর যুগ-যুগান্তর শব্দটি বসবে।
    দু’জনাই- দু’জনায়।
    আন্তরিক শুভ কামনা।

    Reply
  4. Rifat

    বাহ্‌, অনেক সুন্দর।
    কবিতার মধ্যে ছন্দমিলটা অসাধারণ। খুবই ভালো লাগলো।

    Reply
  5. Naeemul Islam Gulzar

    কবিতাটির শব্দচয়ন আমার খুব ভালো লেগেছে।লেখাটিও অসাধারণ হয়েছে।শুভকামনা♥

    Reply
  6. shahrulislamsayem@gmail.com

    এই কবিতা ছোট হলেও এর ভাব খুব গভীর, ভলো লাগার মত কবিতা

    Reply

Leave a Reply to আফরোজা আক্তার ইতি Cancel reply

Your email address will not be published. Required fields are marked *