প্রিয় বাবা
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,871 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

মোঃ সোয়াইব হোসেন
প্রিয় বাবা

যখনই মনে পড়ে, বাবা তোমার কথা
কষ্টে আমার বুক ফাটে, আর হবে না দেখা!

তুমি ছিলে আমার, সবচেয়ে বড় আপন
আমায় নিয়ে তুমি, দেখেছ কতো স্বপন!

ছোট্ট বেলার স্মৃতিগুলো, কাঁদায় আমায় বেশী
বাবা তোমায় আজো ভীষন ভালবাসি।

আজকে তুমি নাই,ভীষন একা লাগে,
ঘরে ফিরেই তুমি, খোকার খবর নিতে আগে।

কই রে আমার খোকা, আয় রে আমার কোলে
সেই বাবাকে কেমনে, আমি যাবো ভূলে।

আমার সুখের জন্য, ঝড়াইতেন শত ঘাম
শোধ হবে না কখনও, তোমার সেই ঘামের দাম!

কপালে চুমু দিয়ে, মিষ্টি হাসি দিতেন…
তারপরে বাবা আমার, কোলে তুলে নিতেন।

কত দিন হয়ে গেল, দেখি না বাবার মুখ
আজও ভূলতে পারি নি, বাবা হাড়ানোর শোক।

তোমার উপমা তুমি,, নয় ত কেউ সমান….
আজকে আমি হাড়ে হাড়ে, পাচ্ছি তার প্রমান।

লিখতে গিয়ে চোখের কোনায়,পানি টলমল
বাবার সব স্মৃতি, চোখে ভাসে জ্বলজ্বল।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৪ Comments

  1. অচেনা আমি

    আসসালামু আলাইকুম। কবিতা প্রসঙ্গে কিছু কথা।
    বানানে বেশ কিছু ভুল রয়েছে। যেমন-
    ভূল – ভুল
    হাড়ানো – হারানো
    ঝড়াইতেন – ঝরাতেন
    আজো – আজও

    শব্দ প্রয়োগেও কিছুটা সমস্যা রয়েছে। যেমন-
    নাই – নেই (কবিতার লাইন অনুযায়ী)
    তাছাড়া বাবাকে একবার তুমি একবার আপনি করে বলা হয়েছে, যা মোটেই উচিত নয়। তাছাড়া চিহ্ন ব্যবহারেও ভুল রয়েছে। আশা করি আগামীতে বিষয়গুলোর দিকে নজর রাখবেন। আগামীর জন্য শুভ কামনা।

    Reply
  2. সুস্মিতা শশী

    বাবা হচ্ছে আমাদের ঘরের ছাদের মত। যে মানুষটা সারাজীবন আমাদের জন্য কষ্ট করে যায় আমরা তার মূল্য দিতে পারি না।।চলে গেলে তাঁর মর্ম বুঝতে পারি।

    Reply
  3. Halima tus sadia

    অসাধারণ লিখেছেন।
    মনোমুগ্ধকর লেখা।
    সত্যিই অনেক দিন পর বাবাকে নিয়ে একটি কবিতা পড়লাম।
    মাথার উপরের ছাদের মতো বাবা সন্তানদের পাশে থাকে।
    ছোট থেকে বড় করে।
    বাবা হারানোর কষ্ট ভুলা যায় না।
    যারা হারিয়েছে তারাই বুঝে।
    স্মৃতি মনে পড়লে কষ্ট লাগে।
    বানান ভুল আছে
    হাড়িয়ে–হারিয়ে
    ভূলে–ভুলে
    বেশী-বেশি
    ভীষন–ভীষণ
    শুভ কামনা রইলো।

    Reply
  4. Md Rahim Miah

    বেশী-বেশি
    আজো-আজও
    ভীষন-ভীষণ
    ভূলে-ভুলে
    ঝড়াইতেন-ঝরাতেন
    পারি নি-পারিনি
    হাড়ানোর -হারানোর
    ত-তো
    হাড়ে হাড়ে-হারে হারে
    প্রমান-প্রমাণ
    বাহ্ অসাধারণ লিখেছেন বাবাকে নিয়ে। আর ছন্দও অনেক মিল ছিল কবিতার। কিন্তু বানানের ভুলের মাত্রা বেশি। যাইহোক শুভ কামনা রইল

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *