প্রেমাক্তি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৮
লেখকঃ augustmault0163

 807 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

কবি:Mehtain A Hiya

শুনো!
তুমি নিকশের মাঝে ছিটেফোঁটা মাত্র আলো হয়ে
আমি কোন রাজপথের বটবৃক্ষের রাজকন্যা হবো তোমায় ছুঁয়ে।
সারথি সকালে তুমি প্রেম প্রার্থনার তুলসী মাঠে
আমার চোঁখ বাঁধানো শেফালি হবে,
আর আমি? আমি তাতে মুঠি মুঠি প্রেম ছড়াবো,
তুমি দেখবে বিস্ময়ে।
শুনো!
কোন এক অষ্টাদশী বিকেলে আমি তোমার ছন্নছাড়া আঙুলের সখি হবো,
আমার লাল পাড়ের সাদা গরদ তাহার অবাধ্য আচলে তোমার বেঁচে থাকা দেখাবে।
আমার এলোমেলো অদ্ভুতুড়ে হাসির উল্টা পিঠে তোমার জমে থাকা অযুত প্রেমাক্তি।
এরপর ধীরে ধীরে আমি পথ হারাবো,
তোমার অনুমানের নীল গলিতে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৪ Comments

  1. rafsan

    নিপূন শব্দের গাথুনি, প্রানবন্ত লেখনি

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    ভীষণ ভালো লাগলো। পড়তে পড়তে আমি কবিতার মাঝে হারিয়ে গেছি। প্রেমাসিক্ত একটি কবিতা। উপমাগুলো অসাধারণ ছিল। শব্দগুচ্ছও অনেক ভালো লেগেছে।

    বানানে কিছু ভুল ছিল।
    আচলে- আঁচলে।
    সখি- সখী।

    Reply
  3. বুনোহাঁস

    আহা! অনন্য, অসাধারণ…
    শুভ কামনা নিরন্তর

    Reply
  4. Naeemul Islam Gulzar

    অসাধারণ একটি প্রেমের কবিতা।ভালো লেগেছে।উপমাগুলোও অনেক সুন্দর ছিলো।শুভকামনা

    Reply

Leave a Reply to Naeemul Islam Gulzar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *