আটত্রিশ বছর পর আজ হঠাৎ তোমাকে খুব মনে পরছে। তোমার দেওয়া শাড়ি টা যেনো তোমার কথা মনে করতে আমায় বাধ্য করে। আজও মনে পরে সেই # সময় টার কথা। তুমি সেদিন অফিস থেকে ফেরার পথে শাড়িটা কিনে এনে আমার হাতে দিয়ে বলেছিলে: নীল শাড়িতে তোমায় সত্যিই খুব অপূর্ব লাগে। হাতে তেমন টাকা ছিলো না বলে তোমার প্রিয় কাঁচের নীল চুরি গুলো আনতে পারিনি মাধবী। বিয়ের পর কখনো তোমায়, তোমার মনের মত কিছু দিতে পারিনি আমি। তাই সামান্য এই শা…..
কথা টা শেষ করার আগেই তোমার মুখটি চেপে ধরে বলেছিলাম: ভালোবাসি তোমায়,সত্যিই খুব ভালোবাসি।
তুমিও আমায় জড়িয়ে ধরে বলেছিলে আমি সত্যিই খুব ভাগ্যবান। তোমার মত স্ত্রীকে পেয়ে। যে এত কষ্টে থাকার পরেও কখনো আমার প্রতি অভিযোগ করেনি।
হ্যা গো! খুব ভালো’ই তো কাটছিলো আমাদের দিন গুলো। কিন্তু #নিয়তি আমাদের সহায় হলো না যে।
ছেলেটা যখন আমার কোল আলো করে পৃথিবীতে আসলো, তুমিও চলে গেলে না ফেরার দেশে। ছেলেটাকে একটি বারের জন্য চোখের দেখাটুকুও দেখে গেলে না।
জানো মিহান! যখন তুমি আমার পাশে ছিলে তখন সেই কষ্ট টাকে আমার কষ্ট মনে’ই হয়নি। কষ্ট তো পাচ্ছি এখন, কারন তুমি যে আমায়
#আঁধারে ছেড়ে একাই স্বার্থপরের মত হারিয়ে গেলে ঐ দূর অজানাতে।
আচ্ছা মিহান! যাওয়ার আগে একবারও কি মনে হয়নি তোমার মাধবী’র কথা? তুমি কি জানতে না তুমি ছাড়া আমি কতটা অসহায়? এইটাই তোমার ভালোবাসা ছিলো?
তুমি জানো??? আজ আমার #জিবন ও আমায় নিয়ে খেলা করছে। বেঁচে থেকেও আজ আমি মরে গেছি যেনো। কারন আজ আমার স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে। জানো মিহান চোখের চশমাটাও কেমন ঘোলাটে হয়ে গেছে। সেই যে ছেলেটা আমায় ফেলে দিয়ে চলে গেলো, আর আসার নাম’ই নেই! হয়তো বড্ড বোঝা হয়ে গিয়েছিলাম ওদের কাছে। অনেক রাত পার করি ছেলেটার কথা ভেবে। সেও হয়েছে দুই সন্তানের বাবা। জানি না ছেলে সন্তান জন্ম দেওয়ার শেষ
#পরিনতি তার ঠিক কি হতে চলেছে। সেও কি আমার’ই মত এই আশ্রমে স্থান নেবে? হয়তো তাই।
তাই তো আজ কথা গুলো আশ্রমের চার দেয়ালে লিপিবদ্ধ করে রেখে গেলাম।
আমারও যাওয়ার ডাক চলে এসেছে। আর মাত্র কয়েক টা দিন। আমি আসছি তোমার কাছে। তুমি আর একটু অপেক্ষা করো।
লিপিবদ্ধ
…………….
ইচ্ছে গুলো চাতক পাখী (মেহেরুন্নেছা মিষ্টি)
দাদাভাইকে চিঠি
প্রিয় দাদাভাই, শুরুতে তোকে শরতের শিউলি ফুলের নরম নরম ভালোবাসা। কেমন আছিস দাদাভাই? জানি তুই ভালো নেই, তবুও দাঁতগুলো বের করে বলবি ভালো আছি রে পাগলী! দাদাভাই তুই কেন মিথ্যা ভালো থাকার কথা লেখিস প্রতিবার চিঠিতে? তুই কি মনে করিস আমি তোর মিথ্যা হাসি বুঝি না? তুই ভুলে গেছিস,...
০ Comments