@নূরানা হক
.
.
পাঁচ আঙুল বেষ্টিত শব্দের রোজ নামা
খুঁজতে গেছে তোমাকে,
অধিকার সংগ্রহ টের পেলাম।
.
প্লেকার্ডের বুকে নাগরিক সমাজের পোড়া লেখা
তুমি নারী নও মানুষের কাসিদ।
আকাশের মতো বিশাল কিংবা আকাশ নয়,
অগণিত তারার শব্দহীন থাকার মতো
দুঃখ নিয়ে ওঠা তুমি।
.
সারারাত নিরঘুম কাটিয়ে সকালের লাল মঞ্চ তৈরী,
তোমার চোখের ভিতর পাকা দুন্দভি কষ্টের,
বিছানায় তোমার অসম্মতিতে পতীর হিংস্রতা।
ঝরা পাতার সম্ভাবনা দিতে আমরা এসেছি,
মঞ্চই তোমার সাকিন।
.
বেভুল তোমাকে নিয়ে রাঙা দর্শন
পথের মাঝে স্মৃতিস্তম্ভের পাদদেশে,
মধ্যরাতের স্লোগান,
তোমাকে খুঁজতে গেছে অজুত তেজী হাত।
.
তোমাকে খুঁজতে গেছে
প্লেকার্ড হাতে একটি শরীর,
স্বপ্নের বেদীতে মানুষ অন্বেষণে।
তুলসী বনের বাঘ
তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...
খুব সুন্দর লিখেছেন। শব্দচয়ন এবং কবিতার নামকরণ অত্যন্ত সুন্দর।
নিরঘুম- নির্ঘুম হবে।
সুন্দর কবিতা।ভালো লাগলো।
শেষের লাইনটা আরও ভালো লেগেছে।
তোমাকে খুঁজতে গেছে
প্লেকার্ড হাতে একটি শরীর
স্বপ্নের বেদীতে মানুষ অন্বষণে।
শুভ কামনা রইলো।
কবিকে শুভেচ্ছা ও শুভেচ্ছা জানাই।
খুব সুন্দর এবং দক্ষতার সাথে শব্দচয়ন এবং শব্দ গাঁথুনি দিয়েছেন।
হে কবি, মুগ্ধতা রেখে গেলাম।