# কবি_নীরা_মাজহার
ষোলো কোটি মানুষের ভীড়ে এমন কি কেও নেই,
যার উত্থানে দিশেহারা হয়ে শত্রু হারাবে খেই?
যার প্রজ্ঞায়,মননে,মেধায় সততার হবে জয়;
দুর্নীতিবাজ নেতা আমলার শুরু হয়ে যাবে ক্ষয়।
যার ব্যক্তিত্ব,দয়া দেখে শত্রু ফেলে দিবে তলোয়ার;
মৈত্রী -ভ্রাতৃত্বে মিলেমিশে হয়ে যাবে একাকার।
নীতিতে যে হবে ফারুক আর শক্তিতে হবে আলী,
উসমান গনি, আবু বকরের গড়া বাগের মালী।
দ্বীন হবে যার পথের দিশারী পূর্ণ ঈমান বল,
কুরআন-হাদিস-ইজমা- কিয়াসে পথ হবে উজ্জ্বল।
চমৎকার শব্দের গাঁথুনি দিয়ে তৈরি অসাধারণ একটি কবিতা। এমন একটি দিন আমাদের সকলেরই কাম্য। প্রত্যেকেই একটি সুন্দর ও নিশ্চিত আগামীর আশায় বুক পেতে রয়েছে, যেখানে থাকবে না কোন হানাহানি, কোন রাহাজানি।
সুন্দর লিখেছেন। বিরামচিহ্নের ব্যবহারের পর শব্দগুলোর মাঝে স্পেস ব্যবহার করবেন।
বর্তমান সমাজ ব্যবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।সমাজে হানাহানা, মারামারি লেগেই থাকে।রাজনৈতিক অরাজকতায় পরিপূর্ণ।খোলাফায়ে রাশেদীনের যুগটা ছিল সোনালি যুগ।
মানুষ বিপথগামী হচ্ছে।কুরআন হাদিসকে ভুলে যাচ্ছে।
ভালো লাগলো কবিতাটা।বানানে কোনো ভুল নেই।চমৎকার বর্ণনা।
শুভ কামনা।