অগোছালো ব‌ই
প্রকাশিত: অগাস্ট ৩, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,564 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

মো: ফায়জুল ইসলাম হাফিজ
———————————————
অগোছালো বই আমার সাথে কথা কয়
আমাকে ফেলে রেখেছো আমি কি তোমার মহামূল্যবান নয়?
তোমার অপরিস্ফুটিত জ্ঞান ভান্ডারকে পরিস্ফুটিত করার মূল চালিকা যে আমি
প্রশ্ন রেখে যায় কেন বুঝনা তুমি?
আমি তৈরী করেছি মানুষের মনে চিন্তা – ভাবনা বড় হৃদয়
এনেছি অমনোযোগী মানুষের মনে স্বর্গীয় জয়।
আমার মাঝে তোমার বিস্তার তোমার সুখীমুখ
আমি এনেছি শ্রদ্ধা, বিশ্বাস সর্বোচ্চ সুখ।
আমার মাঝে অফুরন্ত সৃষ্টি তোমার আনন্দ
আমিই তোমার গল্প, কবিতা, ছড়া ছন্দ।
আমি হলাম স্বপ্নের মত শুভ্র আদর্শ
কেন তোমরা করোনা আর আমায় স্পর্শ?
কালভেদে এনেছি আমি বহুশব্দ ভাষা
নির্দেশ দেয় ভালো কাজের তৈরী করি দিশা।
আমি বই জাতীর সাক্ষী কবির প্রেমলতা
আমায় কেন ফেলে রাখো না পড়ে অযথা?

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

১০ Comments

  1. Rabbi Hasan

    বই তো মোদের নিত্যদিনের সঙ্গী,
    শেখায় মোদের আদর্শ সব ভঙ্গী,।।

    চমৎকার লেখনী, এগিয়ে যান

    Reply
  2. reba

    প্রশ্ন রেখে যাই হবে। বহুশব্দ দুইটি শব্দ হবে। যতি চিহ্নে সমস্যা আছে যেমন, ‘আমায় কেন ফেলে রাখো, না পড়ে অযথা’ এখানে কমা বাদ পড়েছে। শুভ কামনা।

    Reply
  3. Anamika Rimjhim

    ভুলগুলো আপু ধরিয়ে দিয়েছে দেখে নিয়েন।
    কবিতাটা পড়ে মনে হচ্ছিল আমার জন্য লেখা। আমাকেও মনে হয় বই এভাবেই বলে। :3
    শুভ কামনা।

    Reply
  4. Halima tus sadia

    সত্যিই বই আমাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে।
    বই পড়লে আমরা অনেক কিছু জানতে পারি।কিন্তু সেই বইকেই যদি না পড়ে ফেলে রাখি তাহলে জানবো কিভাবে।
    কালভেদে বইয়ের মাধ্যমেই অনেক কিছু জানতে পেরেছি।

    তৈরী-তৈরি
    শুভ কামনা রইলো।

    Reply
  5. আফরোজা আক্তার ইতি

    আসলেই। বই সকল জ্ঞানের উৎস, তারপরও আমরা বইকে এভাবে অযত্নে ফেলে রাখি।মাঝে মাঝে কিছু বইয়ের অবস্থা তো এমনও হয় যে তার উপর পড়া ধুলায় খুব সুন্দর করে নিজের নাম লেখা যায়। বইকে সঠিকভাবে মূল্য দিলেই বই আমাদের মূল্য দিবে, জ্ঞান দিবে। খুবই সুন্দর,একটা শিক্ষামূলক কবিতা। বানানে তেমন কোন ভুল নেই। চরণগুলোও সুন্দর।
    প্রশ্ন রেখে যায় কেন বুঝনা তুমি- প্রশ্ন রেখে যাই কেন বুঝোনা তুমি?
    তৈরী- তৈরি।
    শুভ কামনা আপনার জন্য।

    Reply
  6. Saki Shohag

    চমৎকার বিবরণী।
    ভালো লাগছে।
    শুভ কামনা।

    Reply
  7. Zinifa Efat

    একটু দৃষ্টি নজর দিবেন যেমন শব্দচয়ন, বাক্য তৈরি,যতি চিহ্ন।
    লেখা সুন্দর হয়েছে।

    Reply
  8. Rahim Miah

    ভুল বানান আর কিছু শব্দ ভুল তো দেখছি সবাই বলে দিয়েছে, আমি কি বা বলবো। তবে কবিতাটা চমৎকার ছিল। পড়ে অনেক ভালোই লেখেছে আর সত্য কথা বলতে বই আসলে মহা মূল্যবান জিনিস, যার থেকে আমরা পড়লে শুধু জ্ঞান পেয়েই যায়।

    Reply
  9. Mahbub Alom

    বই পড়া যে একজন ব্যাক্তি,দেশের উন্নতির চাবিকাঠি,সেটা আমার নতুন করে বলার দরকার নেই।
    বই পড়ার রয়েছে হাজারো উপকারিতা,তবে সেটা সুযোগ্য বই পড়ার মাধ্যমে।আমরা বর্তমান জাতি সাহিত্যে মনোনিবেশ করছি,যেটা আমাদের জন্য ভালো লক্ষণ।
    এবার সময় অগোছালো বইকে গোছালো করা।
    দারুণ একটা কপবিতা।

    Reply
  10. Sajjad alam

    কিছু বানান ভুল আছে,
    ভান্ডার ___ ভাণ্ডার
    বুঝনা___ বুঝো না/বুঝ না (এখানে না অালাদা বসবে)।
    মত___ মতো
    করোনা___ করো না
    জাতী___ জাতি
    .
    নামকরণটা যথার্থ,
    কনসেপ্টটাও বেশ ভালো।
    অনেক জায়গায় প্রথম বাক্যের সাথে পরের বাক্যের মিল রেখেছেন ছন্দে, আবার অনেক জায়গায় ছন্দপতন করেছে।
    হয়তো ছন্দ ঠিক রেখে লিখবেন নতুবা গদ্য কবিতা।
    তাহলে বিষয়টা কটু দেখাবে না।
    .
    সত্যি বইকে যদি সবাই ফেলে না রেখে ভালোভাবে পড়তো তাহলে অনেক জ্ঞান অর্জন করতে সমর্থ হতো।
    এদিক দিয়ে বইয়ের এ অাকুলতা করুণ মনে হলো।
    যাইহোক মোটামুটি ভালোই লিখেছেন।

    Reply

Leave a Reply to Rabbi Hasan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *