অচেনা পথের যাত্রী
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,477 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

শামীমা আক্তার শানু
.
দুই দিনের এই জীবনে
থাকবে না কেউ জগৎ মাঝে,
থাকবে না কারো জমিদারি
রবে না কারো বাহাদুরি ।
.
কিসের বাড়ি,কিসের গাড়ি,
দিতে হবে ওপার পাড়ি,
ধনের মাঝে অন্ধ হয়ে
রয়েছো তুমি পরকাল ভুলি ।
.
অন্ধ ঘরে,বদ্ধ হয়ে,
যখন তুমি থাকবে শুয়ে ,
সাপ,বিচ্ছুর কামড়ে
চিৎকার করবে কবর মাঝে।
.
যতই করবে চিৎকার আর্তনাদ
শুনবে না তোমার আপনজন
দুনিয়াতে করেছো বহু পাপ
ভাগ নেবে না কোন প্রিয়জন ।
.
কবর মাঝে যখন তোমার
হিসাব চাওয়া হবে,
খালি হাতে তখন তুমি
আল্লাহু কে ডাকবে ।
.
সুওয়াল জবাবের উত্তর তুমি
দিতে গিয়ে পড়বে বাঁধা,
ঈমান-আমলের বান্দা হলে
জবাব বেরুবে তোমার মুখ ।
.
সুওয়াল জবাব পারলে
কবর আজাবে ক্ষমা পাবে,
না পারলে কবর মাঝে
জ্বলবে দেহে অগ্নি শিখা।
.
কিসের জীবন,কিসের যৌবন,
কিসের অহংকার
হবে একদিন তোমার পতন
করো আত্মশুদ্ধি তোমার ।
.
মন,শরীর,আত্মা তুমি
করো ইসলামে সমাপন,
ইসলাম হোক জীবনের ভিত্তি
কুরআন হোক জ্ঞানের শক্তি ।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

১০ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    অত্যন্ত সুন্দরভাবে সাজানো- গুছানো একটি লেখা। আমরা এখন কিছুই বুঝতে পারছি না। কিন্তু মরণের পর যখন কবরে শায়িত হব তখন কোন সওয়ালের জবাব দিতে না পারলে হায় হায় করা ছাড়া আর কিছুই করার থাকবে না। আল্লাহ যেন এই দুর্ভাগ্য থেকে আমাদের মুক্তি দেন।সহায় হোন। সুন্দর লিখেছেন।
    বেশ কিছু জায়গায় ছন্দপতন হয়েছে। বানানে কিছু ভুল আছে।
    আল্লাহু কে ডাকবে- আল্লাহকে ডাকবে।
    সুওয়াল- সওয়াল।

    Reply
    • Shamima akter shanu

      আপু আল্লাহু বা সুওয়াল বিদেশী শব্দ।শব্দটিকে স্বীয় ভাষায় উচ্চারণ করলে আমার লিখা বানানটি পাবেন।কিন্তু আপনি আল্লাহ বা সওয়াল যদি বলেন তাহলে যে ভাষা থেকে শব্দ আগত সেখানে অর্থ পরিবর্তনের সম্ভাবনা রাখে।উক্ত শব্দ দুটি আরবী।আর আরবীর সামান্য পরিবর্তন শব্দকে পুরো পাল্টাতে সক্ষম ????

      Reply
  2. Abu Talha Redoy

    ভালাই হয়ছে খারাপ না।
    all the best

    Reply
    • Shamima akter shanu

      ধন্যবাদ

      Reply
  3. আখলাকুর রহমান

    কিসের বাড়ি, – বাড়ি? (“?” চিহ্ন হবে)

    নেবে না কোন – কোনো ( সাধারণত দিক বোঝাতে “কোন” শব্দের প্রয়োগ হয়)

    আল্লাহু কে – আল্লাহুকে (এখান”কে” শব্দের সাথে বসবে)

    সুওয়াল – সওয়াল

    সমাপন – সমর্পণ (সম্ভবত)

    অসাধারণ বিষয় উপস্থাপন করেছেন।
    ছন্দ মিলনে যথেষ্ট সফল ছিলেন।
    মৃত্যু একদিন আসবে নিশ্চিৎ। তাই সেই ভয়ে ভালো আমল করা উচিৎ।
    কবিতা ভালো লেগেছে।
    শুভ কামনা।

    Reply
    • Shamima akter shanu

      ধন্যবাদ….☺

      Reply
  4. আরাফাত তন্ময়

    সুন্দর একটি ছন্দ কবিতা। তবে ছন্দ কবিতা লিখতে গেলে প্রচুর অনুশীলন প্রয়োজন। আপনার লেখার হাত ভালো তবে কিছুটা ঘাটতি রয়েছে। আর বিষয় বস্তু চমৎকার ছিল। শুভ কামনা রইলো।

    Reply
    • Shamima akter shanu

      ধন্যবাদ…
      ইনশাআল্লাহ্ সামনে আরো ভালো করার চেষ্টা করবো

      Reply
  5. Halima tus sadia

    অসাধারণ একটি কবিতা।
    চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন কবি।
    আমাদের একদিন এ পৃথিবী থেকে চলে যেতে হবে।
    তাই সময় থাকতে আমল করতে হবে।
    তবেই না পরকালে শাস্তি থেকে মুক্তি পাবো।
    বাস্তবতার মোহে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই।
    এক দিন সকল প্রশ্নের উত্তর দিতে হবে।
    সকল অহংকার পতন হবে।
    শুভ কামনা রইলো।

    Reply
  6. মাহফুজা সালওয়া

    খুব সুন্দর, শিক্ষামূলক, একটি হিদায়াতি কবিতা।
    আল্লাহ আপনার নেখনীকে সাদকায়ে জারিয়াহ হিসেবে কবুল করুন – আমিন।
    শব্দচয়ন এবং বানানে আরেকটু খেয়াল রাখবেন।
    শুভকামনা রইলো।

    Reply

Leave a Reply to আফরোজা আক্তার ইতি Cancel reply

Your email address will not be published. Required fields are marked *