অব্যক্ত
প্রকাশিত: জানুয়ারী ৫, ২০১৯
লেখকঃ augustmault0163

 2,617 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখা : সুস্মিতা শশী

কে বলেছে আমার ঝুলিতে অসীম প্রেম?
তোমরা না বড়ই বোকা!
খুব বেশি বোকা।
শুধু কি প্রেম থেকেই কবিতার সৃষ্টি?
বিরহ থেকেও তো সৃষ্টি হতে পারে হাজার কবিতা।
তোমরা শুধু কবির কবিতাটিই পড়ো,
মন পড়তে পারো না।
তোমরা তো জানো না-
আমার ঝুলিতে রয়েছে হাজারটা অভিমান-
বিরহ আর বেদনা।
মিথ্যে আবেগের কবিতা দেখে তোমরা ভাবো
কবির মনে বুঝি কত প্রেম।
তোমরা কবে মন পড়তে পারবে?
কবে দেখতে পারবে কবির ভেতর?
ধুর ছাই! কী সব ভাবছি
তোমরা পাঠক,
তোমাদের তো মন পড়ার দরকারই হয় না।
কবিতা পেলেই তোমরা খুশি
গিলতে থাকো গোগ্রাসে।
জানি তোমাদের ছাড়া আমরা মূল্যহীন।
তোমরা কবিতা পড়ো বলেই একটু শান্তি পাই।
জানো? আমাদেরও ইচ্ছে হয় –
কেউ আমাদের মনটা পড়ুক,
আমাদের একটু জানুক, একটু বুঝুক।
শত অভিমান আর ব্যথা ভুলিয়ে দিয়ে
জাগিয়ে তুলুক সত্যিকারের প্রেম।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৫ Comments

  1. সুস্মিতা শশী

    সবার গঠনমূলক মন্তব্য আশা করছি।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    অসাধারণ একটা কবিতা পড়লাম। সত্যিই কবিতাটা পড়ে গোগ্রাসে গিলে নিয়েছি, কেননা চমৎকার কবিতা পড়ার লোভ সামলানো বড় দায়। কবি তার কবিতার মাঝে অত্যন্ত চমৎকারভাবে তার মনের ভাব প্রকাশ করেছেন, বরং মনে হচ্ছিল এটা কোনো কবিতা নয়, যেনো কবি স্বয়ং আমার সাথে কথোপকথন করছেন বলে মনে হলো। আর এতেই কবির স্বার্থকতা।
    একজন কবি বা লেখক তার লেখায় যেটা তুলে ধরে, তা এতটাই বাস্তব হয়ে ফুটে উঠে যে পাঠকসমাজ তাকে লেখিকার জীবনের অংশ বলে মনে করে। কেউ তাদের মনের প্রকৃতাবস্থা বুঝতে চায় না।
    অনেক সুন্দর লেখা আপনার। বানানেও কোনো ভুল নেই। শুভ কামনা জানাচ্ছি অসংখ্য।

    Reply
  3. Rakib Mahmud

    আমরা মানুষের বাইরে দেখে ভেতরটা অনুমান করার বেলায় বেশ পটু! অথচ একজন মানুষের বাইরের আচরনের সাথে তার প্রকৃত বৈশিষ্ট্য মিলতে নাই পারে। কিছু মানুষ হাজারো দুঃখ-কষ্টকে আড়াল করার জন্য মুখে এক চিলতে হাসি নিয়ে এ সমাজে ঘুরে বেড়ায়। অথচ মানুষ মনে করে সে খুব সুখেই আছে!

    লেখিকা ‘কবি’ চরিত্রটির মাধ্যমে এ সমাজের হাজারো মানুষের কথা তুলে ধরেছেন বেশ চমৎকার ভাবে।

    Reply
  4. Halima tus sadia

    চমৎকার লিখেছেন।
    ভালো লাগলো।
    প্রতিটি লাইনে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন শুধু প্রেমের,হাসির,আন্দের,সুখের কবিতা লিখলেই মানুষ সুখী না।
    মানুষের উপরে যতোই ভালো দেখা যায় না কেনো সবার ভেতরেই বিরহ,কষ্ট থাকে।

    পাঠক ছাড়াতো কবির লেখাই ব্যর্থ।

    বানানেও ভুল নেই।
    শুভ কামনা।

    Reply
  5. Md Rahim Miah

    গোগ্রাসে-রশ্মিগ্রাসে(রশ্মি অর্থ কিরণ আর গ্রাস অর্থ আয়না, যার অর্থ দাঁড়ায় আলোর আয়নাতে কিংবা কিরণ আয়নাতে। কিন্তু গোগ্রাস এই অর্থ আছে কিনা জানা নেই, থাকলেও লাইনের সাথে মিলবে না)তবে গ্লাস দিয়ে অন্য অর্থও বুঝায় ভক্ষণ।

    বাহ্ বেশ চমৎকার কবিতা পড়লাম। কবিতার মাঝে কবির অব্যক্ত কথাগুলো ফুটে তুলেছেন। বানানে তেমন ভুল নেই, অনেক অনেক শুভ কামনা রইল।

    Reply

Leave a Reply to Rakib Mahmud Cancel reply

Your email address will not be published. Required fields are marked *