নবযুগ
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,084 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

তাহসিন হাসান
.
তপ্ত শিখার চর্ম ভেদিয়া আসিতেছে নবযুগ,
ইয়াদ রাখো, হে শোষক,মিটাইতে হবে সুদ।
যার তনু ক্ষয়ে করিয়াছ তুমি উন্নতি দিবারাত্রি,
আসিতেছে সে, তলোয়ার লয়ে ভাঙিয়া হিমাদ্রী।
দেখ চাহিয়া আলয়ে তোমারি ফাটল ধরেছে খুব,
দেখিবে কিরূপে তুমি তো এখন নেশায় আছ বুদ।
যার নয়নে স্বপ্নালু তুমি আজি এ দিব্যলোক,
আসিতেছে সে, কম্পন লয়ে ছেদিয়া হিংস্র দ্যুলোক।
উল্কাপিণ্ড খন্ড করিয়া আসিতেছে নবযুগ,
ইয়াদ রাখো, হে শোষক, মিটাইতে হবে সুদ।
যার পৃষ্ঠে ভর দিয়ে তুমি উঁচু করিয়াছ শির,
আসিতেছে সে, টর্পেডো হয়ে ধরিয়া বেশ বীর।
দেখ চাহিয়া চক্ষে তোমারি আমিত্বের ঐ ভীত,
দেখিবে কিরূপে ভগ্নাঙ্কে কাঁপিতেছে যে হৃদ।
যার যৌবনে গড়িয়াছ তোমায় বিন্দু হতে বিন্দু,
আসিতেছে সে, লহরী হয়ে কাঁপায়ে সপ্ত সিন্ধু।
রুদ্রবীণার বক্ষ চূর্ণী আসিতেছে নবযুগ,
ইয়াদ রাখো, হে শোষক, মিটাইতে হবে সুদ।
যার ললাটের কালি দিয়া তুমি লিখিয়াছ ভাগ্যফল,
আসিতেছে সে, মহাত্রাস হয়ে কাঁপাইতে তোমার বল।
দেখ চাহিয়া ললাটফলকে বিন্দু বিন্দু জল,
দেখিবে কিরূপে ত্রাসের ঘূর্ণে চোখ হারায়েছে বল।
যার বুকের শ্বাসযোগে তুমি চড়িয়াছ হাওয়াই গাড়ি,
আসিতেছে সে, চাবুক লয়ে সপ্ত পাতাল খুঁড়ি।
মহাপ্রভুকে কুর্ণিশ করিয়া আসিতেছে নবযুগ,
ইয়াদ রাখো, হে শোষক, মিটাইতে হবে সুদ।
যার চাহনির ক্রন্দনরোলে হইয়াছ তুমি চণ্ডী,
আসিতেছে সে, আগ্নেয়াস্ত্র লয়ে ভঞ্জিবে আজ গন্ডি।
দেখ চাহিয়া রাজত্বে তোমারি থর থর কম্পন,
দেখিবে কিরূপে অনলের তোপে ক্ষয়ে গেছে ইন্ধন।
যার আয়ুতে গড়েছ তোমার আমরণ সুখচর,
আসিতেছে সে, তোরণ লয়ে পুঁতিয়া ভয়-ডর।
শুভ্র জমজমে স্নান করিয়া আসিতেছে নবযুগ,
ইয়াদ রাখো, হে শোষক, মিটাইতে হবে সুদ।
[সংক্ষেপিত]

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

২ Comments

  1. Naeemul Islam Gulzar

    চমৎকার কবিতা।কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলামের কুলি-মজুর কবিতার কথা মনে পড়েছে।তবে আধুনিক যুগে আমাদের উচিৎ আধুনিক ভাষায় কবিতা লেখা।শুভকামনা

    Reply
    • তাহসিন হাসান

      ভাই নজরুলকে পড়তে পড়তে আধুনিক ভাষা ভুলবার উপক্রম।
      নজরুল ছাড়া এখন কিছুই ভালো লাগে না।
      ????????????

      Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *