ফায়জুল ইসলাম হাফিজ
———————————————
নব অভিধান আজ গাইতে এসেছি তোমার ‘ই জয়গান,
আমার অলিখিত কবিতায় এনে দিয়েছো যে প্রাণ।
শব্দের ছিলনা মিল, হায় সেকি! হয়েছে মুশকিল।
আমি যতোই ঘুরেছি দেশ বিজন,
বুঝেছি, তোমার মাঝেই আমার সৃজন।
আমার কবিতা হয়ে গেছিল সারা,
নব অভিধান পড়ে তৈরি করেছি ধারা।
কালভেদে এসেছে তোমার এক এক শব্দ ভাষা,
সন্ধান পেয়েছি আমি তৈরি করেছি দিশা।
অবশেষে পেলাম খুঁজে কবিতার লেখা,
অভিধান -এর অধীনে পূর্ণ করলাম আশা।
একবার ভেবে কি দেখেছো?
অভিধান ফেলে যে রেখেছো।
অভিধান বই কবিদের সাক্ষী,
না বুঝে আমরা অযথা ফেলে রাখি।
নব অভিধান তৈরি করেছে, দূর করেছে সংশয়,
এনেছে কবি,সাহিত্যিকদের মনে স্বর্গীয় জয়।
তুলসী বনের বাঘ
তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...
তোমার ‘ই — তোমারই
কবিতার মুলভাব অনেক সুন্দর। চমৎকারভাবে লিখেছেন।
একরাশ মুগ্ধতা।
শুভ কামনা রইলো।