নওমিতা সুপ্তি
অগোছলো আমি,
সবাই আমায় বলে।
আমি নাকি অকর্ম মানবী,
প্রতিবেশিরা মন্তব্য করে।
নেই আমার চিন্তা ভাবনা
পরেরটা বসে খাই।
মা-বাবা থাকলে বুঝতো আমি কি চাই!
বয়স সবে তেরো আমার
আপনজন কয় বিয়ে দিলে করব সংসার।
কেনো করিনা কাজ?
মেরে নাকি করবে সোজা আমায় আজ!
কি অদ্ভুত পৃথিবী!
আজ বাবা নেই বলে,
জন্মদাত্রী মা গেল আমায় ফেলে।
আমি হয়ে গেলাম একা,
জীবনটাই আমার অন্ধকারে ঢাকা।
এক সময় ভাবি,
আশেপাশে সবাই ই মা-বাবাকে নিয়ে খুশি।
আমি কেন হলাম দুখী?
স্বপ্নও তো ছিল আমার,
মা-বাবা, বোনকে নিয়ে করব জীবন পার।
সবই আমার নিয়তি
সেটা মেনে পরে আছি।
অবশেষে কি হবে এর পরিণতি?
তারপরও বলি,
ঘুঁচাবো একদিন #আঁধার ,
গড়বো # জীবন একা।
দেখব শেষে, “কী হয় # পরিণতি ।”
থাকতে সময় ছুটবো আমি,
গড়তে #নিয়তি
০ Comments