:অর্না খান
কেবল আরো একটিবার তোমার,
দেখা পাবার জন্য কত শত রাত পারি দিয়েছি এই আমি,
চেনা এই শহরের মস্ত বড় বড়
গলি পাড়িয়েছি,কেবল আরেকটি বার তোমায় দেখার আশায়।
কত শত বিকেলকে দেখেছি
রাতের বুকে লুটিয়ে পড়তে,
কত শত চেনা মুখকে দেখেছি
অগোচরেই অচেনা হতে।
কেবল তোমার দেখা পাইনি,
তোমার শহরের মস্ত বড় অট্টালিকার ফাঁকেফাঁকে
রাতজাগা পাখিদের হাহাকার দেখেছি,দেখেছি আর্তনাদ।
সব দেখেছি,
সব খুঁজেছি
কত দেখেছি রক্তচোখের বন্যা,
কেবল আরেকটি বার তোমার দেখার আশায়,
সমাজ আমায় নাম দিয়েছে,
আমি আজ নিশিকন্যা।
বিষন্ন প্রেমিকার হৃদয়েরর আকুতি সাবলীলভাবে পরিস্ফুটিিত !
ভালো লাগল।কবির জন্য শুভনা রইল।
“কত শত বিকেলকে দেখেছি
রাতের বুকে লুটিয়ে পড়তে,
কত শত চেনা মুখকে দেখেছি
অগোচরেই অচেনা হতে” -ভালো লেগেছে এই লাইনগুলো।
শুভকামনা নিরন্তর