নীলাম্বীনী
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,037 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

ঊৎস রহমান

চল একটু স্বপ্ন দেখী,
আবার নতুন করে আকব তোকে,
রংতুলি বা ক্যানভাসের ক্ষুদ্র গন্ডিতে নয়,
তোকে আকতে চাই এ ক্লান্ত মস্তিস্কে,
আমার এ ঘর্মাক্ত দেহে,
আমার অচল হয়ে পড়া এ প্রতিটি শিরায় ঊপশিরায়,
একটাবার বিশ্বাস কর আমায়,
একটুও বদলাইনি আমি,
স্থবির হয়ে গেছি.
যেমনটা তুই হতি আমার হারিয়ে যাওয়ার কথা শুনলে,
ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকতি,
আমি এখনো সেই দৃষ্টি খুজে ফিরি,
আমার এ দেহে তোকে আবার আকতে চাই,
আবার মরচে পরা তুলিতে রং লাগাতে চাই,
ঘর্মাক্ত দেহে ঊষ্মতা আনতে চাই,
এ দেহের রন্ধ্রে রন্ধ্রে তোকে চাই,
আরেকটা বার চিতকার করে বলতে চাই,
“নীলাম্বীনী ওপার থেকে কি ভালবাসবি আমায়”???

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৩ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    বেশ ভালো লিখেছেন। কবিতায় প্রিয়তমাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা আর তার শূণ্যতা উভয়ই ফুটে উঠেছে। শব্দচয়ন এবং চরণগুলোও খুবই সুন্দর। তবে বানানে প্রচুর ভুল। এই ভুলগুলো কবিতা পড়ার আমেজ আর ভাবমূর্তি দু’টোই নষ্ট করে দেয়।
    দেখী- দেখি।
    আকব- আঁকব।
    ঊপশিরায়- উপশিরায়।
    খুজে- খুঁজে।
    ঊষ্মতা- উষ্ণতা।
    চিতকার- চিৎকার।

    Reply
  2. আরাফাত তন্ময়

    কি সুন্দর অনুভূতিগুলো! মুগ্ধ হলাম। তবে বানান ভুল পাঠককে বিরক্ত করে তুলে। একঘেয়েমি চলে আসে। লেখার হাত মাশাল্লা। শুভ কামনা রইলো।

    Reply
  3. Halima tus sadia

    সুন্দর কবিতা।চমৎকারভাবে বর্ণনা করেছেন প্রেমিকাকে ফিরে পাওয়ার আকাঙক্ষা।
    প্রেমে ব্যর্থতা মানুষের অন্তরে হাহাকার বেড়ে যায়।
    সেই হাহাকার,শূন্যতা বলে শেষ করা যায় না।
    বানানে ভুল আছে
    দেখী–দেখি
    আকব-আঁকব
    চিতকার–চিৎকার
    স্থবির–স্থির
    ঊপশিরায়–উপশিরায়
    শুভ কামনা রইলো।

    Reply

Leave a Reply to আফরোজা আক্তার ইতি Cancel reply

Your email address will not be published. Required fields are marked *