অনুগল্প:মুক্তি
লেখক: Sumit Sm
– রূপা!
– হুম
– ফুল ভালো লাগেনি?
– ভালো লেগেছে তো
– তাহলে আগের মত খুশি না যে? আগে তো কদম ফুল পেলে খুশিতে জরিয়ে ধরতে,তুমি পালতে গেছো!
– আবার শুরু করলা তো তোমার ফালতু কথা? কেন যে তোমার ফালতু কথা শোনার জন্য দেখা করতে আসি
– হু
– কি হু? বাই কাজ আছে আমার।
– আচ্ছা বাই
উঠে চলে যাচ্ছে রূপা। মুখে চরম বিরক্তি। একটু সামনে যেতেই ফোনের রিংটোন বেজে উঠলো রূপার। মুখে এক শান্তির হাসি নিয়ে ফোন ধরলো..
“হ্যালো বেবি…”
এটুকুই শুনতে পেলাম শুধু। আর শোনার ইচ্ছে নেই। অপেক্ষা অনেক করেছি,ওর ভালো হবার অপেক্ষা। ভুল ১-২ বার করতে পারে কিন্তু বার বার ভুল করলে সেটা ভুল বলা যায় না। ওর একটা কথা এখনো কানে আসছে “তোমার সব কথাই ফালতু”
ফোন টা বের করে ওর নাম্বার টা ব্যাকলিস্ট করলাম। ফেসবুক আর ইমো তে ব্লক দিলাম। কিছু ছবি আছে ওর,সেগুলো ডিলিট করতে গিয়েও পারলাম না। থাক না সেগুলো কি আর হবে।
সব ধরণের যোগাযোগ বন্ধ করে দিলাম এখন। পকেট থেকে হেডফোন টা বের করে ফোনে লাগালাম। প্লে-লিস্টের প্রথম গান টা বেজে চলছে বার বার…
“আমি বৃষ্টি দেখেছি
বৃষ্টির ছবি একেছি..”
গল্পের কিছু বুঝিনি।
আপনি হয়ত নিয়মগুলো পড়েননি।শব্দসং্খ্যা ১-৩ হাজার।
তাছাড়া লেখার আরো অনেক উন্নতি করতে হবে। শুভ কামনা।
এটা কোনো গল্প হলো? এসব আজাইরা লেখা প্রতিযোগিতা কলামে আসে কী করে? এক তো রুলসেরও বাইরে, তার উপর লেখার ধরন এমন! হুররর…
জরিয়ে→ জড়িয়ে
পালতে→ পাল্টে
কি হু? → কী হু?
ব্যাকলিস্ট→ ব্ল্যাক লিস্ট
হেডফোন টা→ হেডফোনটা( টা শব্দের সাথে বসে।)
…
রাইটারের উদ্দেশ্যে- অনেক অনেক গল্প পড়ুন। এরপর চর্চা করুন। দেখবেন আপনার লেখা পড়ার জন্য সবাই মুখিয়ে থাকবে।
আগামীর জন্য শুভ কামনা।
এটাতো অণুগল্প।
এই গল্প থেকে শিখার কিছুই নেই।
গল্প থেকে কিছু শিখতে না পারলে কি দরকার লেখা?
বানানে ভুল
জরিয়ে–জড়িয়ে
পালতে-পাল্টে
ব্যাকলিস্ট-ব্ল্যাকলিস্ট
হেডফোন টা–হেডফোনটা
এতো ছোট গল্প তারপরে ও ভুল।
শুভ কামনা রইলো।
বানান ভুল:
জরিয়ে→ জড়িয়ে
পালতে→ পাল্টে
গল্পের বিষয়বস্তু একেবারে বাজে। লেখক এর দক্ষতা একেবারেই তলানিতে। প্রচুর গল্প পড়তে হবে আর পাঠক সন্তুষ্টির জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় গল্পে থাকতে হবে। যাইহোক পরবর্তীতে সবকিছু ঠিককরে লিখবেন সেই প্রত্যাশা করি। শুভকামনা♥