মোড়ল
প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,515 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

#মোঃ সোয়াইব হোসেন।

সদৃশ্য সাধুবাবার
অন্তঃ নয় সরল,
সম্পদ লুটে এতিমের
মস্ত বড় মোড়ল।
হারাম মাল খেয়ে
বৃদ্ধি পাচ্ছে ভূরি,
গভীর রাতে নয়
দিন-দুপুরেই চুরি।
সাধু বাবার কুটনামিতে
মাথা মোর ঘোরে,
মনে চায় মুগুর মারি
সাধু বাবার ঘাড়ে।
সমাজে তার চাপাবাজি
চলছে অবিরত,
সাধু বাবার কারসাজিতে
সমাজ প্রতারিত।
কুকুর বিড়ালের মত
মোড়লের নাই শরম,
জনগনের মাল খাওয়ার
মোড়লের নেশা চরম।
মুখোশধারী মোড়লে আজ,
সমাজ গেছে ছেয়ে,
প্রতিবাদী থেকেও কেউ
প্রতিবাদ করে না ভয়ে।
সাধু বাবা সমাজে..
প্রভাব করে বিস্তার,
দমন তাকে না করলে
সমাজ পাবে না নিস্তার।
শক্ত হাতে দমন উদ্যোগ
সৎ সাহসীর দরকার,
সমাজ থেকে সাধু বাবার
বন্ধ হবে কারবার।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৮ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    সহজ সাবলীল ভাষার চমৎকার ছন্দমিলের এই কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। সমাজের প্রভাবশালী ব্যক্তিরা সব মানুষের উপরেই বিশেষ করে দরিদ্র মানুষের উপর আধিপত্য বিস্তার করতে, তাদের প্রভাব দেখাতে খুব পছন্দ করে। কিন্তু তারা একবারো ভাবে তাদের এই অত্যাচারে ক্ষতি হচ্ছে কত মানুষের।
    বানানে কিছু ভুল আছে।
    অন্তঃ- অন্তর।
    ভূড়ি- ভুঁড়ি।

    Reply
  2. MD: Soyaib Hossain

    ধন্যবাদ আপনাকে ভুল দেখিয়ে দেওয়ার জন্য, দোয়া করবেন যেনো ভুল সংশোধন করে ভালো কিছু লিখতে পারি।

    Reply
  3. Halima tus sadia

    সুন্দর লেখনী।
    কবিতায় এক শ্রেণির সাধু বাবার কথা তুলে ধরেছেন।
    যারা গরীবদের থেকে শোষণ করে খায়।
    সম্পদ মেরে ধনী হয়।সমাজে তারাই সম্মানিত।
    আর গরীবরা শাসিত হয়।তাদেের অসহায় জীবন ধারণ করতে হয়।কিছু বলার থাকে না।কারণ তাদের যে ক্ষমতা নেই।

    অন্তঃ–অন্তর
    ভূরি–ভুঁড়ি
    শুভ কামনা রইলো।

    Reply
  4. আহমেদ জনি

    শিক্ষনীয় কবিতা।

    Reply
  5. MD: Soyaib Hossain

    ধন্যবাদ সবাইকে।

    Reply
  6. Rifat

    কবিতার ছন্দের মিলটা সত্যিই অসাধারণ। কবি তার অনেক মেধা খাটিয়ে কবিতাটি লিখেছেন।
    সমাজের কিছু মুষ্টিমেয় মানুষেরা গরীবদের ওপর চড়াও হয়। তারা তাদেরকে শোষণ করে।
    কবিতার মুলভাবটি এক কথায় অসাধারণ।

    Reply
  7. Naeemul Islam Gulzar

    সমাজের বাস্তবতা তুলে ধরেছেন।ভালো লেগেছে।আপনি আরো এগিয়ে যান।শুভকামনা♥

    Reply
  8. shahrulislamsayem@gmail.com

    সমাজের এই কিছু খারাপ লকের কারণে সমাজটা নানা সময় নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়, আর এই ভিন্ন প্রেক্ষাপটে লেখা কবিতাটি বেশ ভালো হয়েছে………বনান ভুল………….’ভূরি’ -‘ভুঁড়ি’

    Reply

Leave a Reply to Naeemul Islam Gulzar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *