মহান সৃষ্টিকর্তা
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৮
লেখকঃ augustmault0163

 973 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখা: সাজ্জাদ আলম বিন সাইফুল ইসলাম
.
.
তুমি কি দেখেছ কভু?
সমুদ্রের ঝিনুকের মাঝে মুক্তোদানা?
কিংবা শুকনো ডাবের ভেতর সুমিষ্ট পানি?
অথবা ধান, গমের ভেতর মানুষের অাহার?
.
তুমি কি দেখেছ কভু?
মেঘের মাঝে উজ্জ্বল বিদ্যুৎ এর ঝলকানি?
কিংবা বৃষ্টির মাঝে মিষ্টি রোদের ছোঁয়া?
অথবা বন্যায় পানির স্রোত?
.
তুমি কি অনুভব করেছ কভু?
গরমের মাঝে তৃপ্ত ঠান্ডায় হাওয়া?
কিংবা পশমের মাঝে গরমের অনুভূতি?
অথবা সুখময় অানন্দের পসরা?
.
তুমি কি দেখ নাই?
নদী-নালায় মাছেদের অানন্দময় খেলাধুলা?
কিংবা অাকাশে ডানা মেলা মুক্ত পাখিগুলো?
অথবা বনে-জঙ্গলে পশুপাখিগুলো?
.
সব কার ইশারায় তাসবীহ পাঠ করে?
যিনি সৃষ্টি করে মানুষকে দিয়েছেন শ্রেষ্ঠত্ব,
পাঠিয়েছেন রাসূল (সাঃ), দান করেছেন কুরঅান।
তিনিই তো সৃষ্টিকর্তা মহান।
(সমাপ্ত)

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৪ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    অসাধারণ। এই কবিতার কোনো তুলনা হয় না। আল্লাহ সর্বশক্তিমান, তাঁর প্রতিটি নেয়ামতের মাঝেই আছে আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার উপায়। তাঁর ইবাদাতেই আছে তার রহমত।
    অনেক সুন্দর হয়েছে। শব্দশৈলী খুব সুন্দর। একটিও ভুল বানান পাই নি।

    Reply
  2. Halima tus sadia

    চমৎকার কবিতা।পড়ে পাঠিকা মুগ্ধ।
    প্রতিটি লাইনের ভাবার্থ গভীর।

    মহান আল্লাহ তায়ালা কতো সুন্দর করে পৃথিবী সাজিয়েছেন।তার সৃষ্টির তুলনা হয় না।অপার সৃষ্টির মহিমায় আমরা মুগ্ধ।মানুষকে শ্রেষ্ঠত দান করেছেন।
    পাঠিয়েছেন রাসুল (সঃ) কে,,তার উপর কোরআন অবতীর্ণ করেছেন।
    শুভ কামনা।

    Reply
  3. Jahidul Islam

    অসাধারণ সৃষ্টি জগতের বর্ণনা করেছেন কবি। একটু গভীর ভাবে চিন্তা করলে বুঝা খোদার সৃষ্টি জগৎ কত মধুময়। আমিতো দেখিনি কভু এত সুন্দর সৃষ্টি তোমার খোদা। ধন্যবাদ কবি।

    Reply
  4. মাহফুজা সালওয়া

    সত্যিই আমরা ক’জন ভাবি বলেন তো?
    খোদাতায়ালা আমাদের সৃষ্টি করেছেন, লালন পালন করছেন,এতো এতো নিয়ামত দান করে আমাদের ভরিয়ে রেখেছেন।
    অথচ আমরা কি পেরেছি তাঁর শোকরগুজার বান্দা হতে?
    কবিকে সাধুবাদ জানাই।
    এতো সুন্দর একটা হেদায়াতী কবিতা আমাদের উপহার দেয়ার জন্য।
    আল্লাহ আপনার কবিতাকে সাদকায়ে জারিয়াহ হিসেবে কবুল করুন – আমিন।
    শুভকামনা।।

    Reply

Leave a Reply to আফরোজা আক্তার ইতি Cancel reply

Your email address will not be published. Required fields are marked *