ললাট ফিরে অন্তঃদহন
প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০১৯
লেখকঃ augustmault0163

 2,751 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

সাইমুম শরীফ
.
আমি এখনো মানুষ হতে পারিনি,
ঘুমের ঘোরে বিভোর আমি এখনো
সজাগ হতে পারিনি।
হাঁটি হাঁটি পা পা করে কুড়িটি বছর
পার করলাম ;
এখনো ঠিকঠাক দাঁড়াতে পারিনি।
আমি এখনো ভালোবাসতে পারিনি,
মানুষের মনের গহীনে প্রেমের শিহরণ
এখনো জাগাতে পারিনি।
কারও স্বপ্নে একচ্ছত্র রাজত্ব কায়েম করতে পারিনি।
.
আমি পারিনি মনুষ্যের বিবেক হতে,
মনুষ্যত্বের বিবেক ললাটে লাল ফিতায়
এখনো বাঁধতে পারিনি।
পথেঘাটে- মাঠে – প্রান্তরে বিবেকের
রোষানলে পুড়ে পুড়ে ভগ্নস্তূপে দাঁড়ানো
এক নিঃসঙ্গ সহচারী।
আমি এখনো সত্য বলতে শিখিনি।
মিথ্যের আঘাতে কাতরাতে কাতরাতে
শত কষ্ট বেদনায় আমার হৃদয় মূর্ছা যায়;
তবুও মুখ ফুটে একটিবারও সত্য বলতে পারিনি।
.
আমি মিথ্যুক, আমি লাঞ্চিত, আমি অপমানিত, আমি শত পদাঘাতে
অবদলিত ;মম ললটে রাজটীকা এক
হতশ্রী চির হতভাগা।
আমি এখনো বিশ্বাস করতে শিখিনি
ঘুমন্ত শিশুর মাতৃকান্না এখনো শুনতে
পারিনি।
কত দেশ- কত কাল- কত শীতল
পাটির নদীর জল বহমান;
তপ্ত দেহে শীতল জলে অবগাহন
আমার এখনো বেমানান।
তবে কি অবিশ্বাসের দানা বাঁধতে বাঁধতে
আমি কূলহারা চির নিঃস্ব হয়ে যাবো?
.
আমার এ কঠিন পাথর মন!
কভু ফোটেনি ফুল,
ফুল বিনে কি বাগানে সুবাস ছড়ায়?
কভু আসেনি কোনো অলি, প্রজাপতি
আর মিষ্টি সুরে গাওয়া পাখির শত দল।
আমি জীবে প্রেম -মানব প্রেম স্রষ্টার
আশীষ কিছুই কুড়তে পারিনি।
শত কষ্ট-বেদনা -দুঃখ -হাহাকার
আমাকে কিছুই ছুঁতে পারেনি।
আমি প্রিয়জন হারানোর ব্যথায় শোকে
কাতর বিহ্বল।
মম আত্মার চেয়ে প্রিয় বস্তু নেই কোনো
দৃষ্টিতে অবিচল।
স্বশরীরে আত্মা বয়ে রয় চির অবিনশ্বর।
.
তনু মন হারিয়েছে ভিনদেশে ,
গহীন অরন্যে হাঁটু গেরে খুঁজি
আমার আমিত্বকে।
হে প্রভু! হে আহসানের মালিক!
চির শক্তিধর।
লুটিয়ে পড়েছে মম ললাট তব তরে,
চির করুণাভরে একটু কৃপা দাও।
যেন মৃত আত্মায় ফুল ফোটে
তোমারই ইচ্ছাভরে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৫ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    কবিতাটির প্রতিটি চরণ পড়ার সময় হৃদয়ের ভিতর হাতুড়ি পিটছিল যেন কেউ, মনে হলো কবি নয় এ যেনও আমারই মনের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। মন ছুঁয়ে গেল কবিতাটি। ভাগ্যের বাইরে কিছুই নয়, তবে ভাগ্যকে জয় করেই চলতে হয়। নামকরণ স্বার্থকতা পেয়েছে।
    অনেক শুভ কামনা প্রিয়। শব্দচয়নগুলো মুগ্ধ করেছে।

    Reply
  2. Halima tus Sadia

    দারুণ কবিতা লিখেছেন।
    পড়ে ভালো লাগলো।

    আমি এখনো মানুষ হতে পারিনি,
    ঘুমের ঘোরে বিভোর আমি,এখনো সজাগ হতে পারিনি।

    এ লাইনগুলো ভালো লেগেছে।

    শুভ কামনা রইলো।

    Reply
  3. Halima tus Sadia

    দারুণ কবিতা লিখেছেন।
    পড়ে ভালো লাগলো।

    আমি এখনো মানুষ হতে পারিনি,
    ঘুমের ঘোরে বিভোর আমি,এখনো সজাগ হতে পারিনি।

    এ লাইনগুলো ভালো লেগেছে।

    শুভ কামনা রইলো।

    Reply
  4. Saimum sharif

    প্রিয় লেখিকাদ্বয় আপনাদের জানাই মনের গহীন থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
    আপনাদের সাফল্য কামনা করছি।

    Reply
  5. Md Rahim Miah

    বাহ্ অসাধারণ লিখেছেন, কবিতার মাঝে কবির ব্যর্থতা না পারার আর প্রভুর কাছে প্রার্থনা প্রকাশ পেয়েছে । শব্দচয়ন বেশ মুগ্ধকর বটেই। অনেক অনেক শুভ কামনা রইল।

    Reply

Leave a Reply to আফরোজা আক্তার ইতি Cancel reply

Your email address will not be published. Required fields are marked *