#নূরানা_হক
.
বহুদিন পর,
আমার শৈশবের নদীকে
খুঁজতে গিয়ে,
দেখি নদী আর নেই,
সেখানে উঠেছে হাইরাইজ অট্টালিকা,
হায় নদী কোথায় খুঁজবো আমি তোমায়?
.
গতকাল যে বৃক্ষকে বলেছিলাম ভালবাসি,
আজ তার ছায়ায়
নিঃশ্বাস নিতে গিয়ে দেখি
বৃক্ষ আর নেই,
হায় বৃক্ষ কোথায় খুঁজবো আমি তোমায়?
.
জাগরণের মঞ্চে যে তরুন,
গতকাল আবৃত্তি করেছিল
তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা,
আজ সে তরুনের রক্তে হে স্বাধীনতা
আজ সে তরুনের রক্তে লাল হয়েছে,
স্বাধীন দেশের মাটি।
.
হায় তরুন, হায় নদী, হায় বৃক্ষ
কোথায় খুঁজবো আমি তোমায়
এই অবেলায়,
কোথায় খুজব?
তুলসী বনের বাঘ
তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...
চমৎকারভাবে মনের ভাব প্রকাশ করেছেন। হৃদয় ছুঁয়ে গেল কবিতাটা।
শুভ কামনা।
সত্যিই সবকিছুই হারিয়ে যাচ্ছে।তবে এর জন্য দায়ী আমরাই।কবি তার কবিতায় অসাধারণভাবে মনের ভাব প্রকাশ করেছেন।শুভকামনা
“কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভীড় হারানোর তালিকায়?”গানটির এই লাইন ও কবিতার সারমর্ম।হারানোটাই হয়ত
নিয়ম।