কপাল
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,901 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

—–শাহাদাত আবিন

তুমি কি জানো
কপাল কোথায় থাকে?
কপাল রয় কোনখানে ।
কপাল কি বিলি হয়
নামে নামে জনে জনে ।
কত দামে বিকোয় কপাল
বিকোয় কোন হাটে ।
কপাল কি কুড়ানো যায়
পথ ঘাট কিংবা মাঠে ।
কপাল তাহলে কোথায় হয়
পাবো বলো তাকে কিসে?
কপালে নাকি থাকে
সুখ দুঃখ মিশে !!
কপাল পেলে বলিও আমায়
খুব করে তারে চাই ।
কপাল কপাল করেই গেলাম
কপাল আমার নাই ।
লোকে বলে-
আমার নাকি পোড়া কপাল
পুড়ে পুড়ে ছাই ।
পোড়া কপাল ছেড়ে তাইতো
নতুন কপাল চাই ।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৭ Comments

  1. আখলাকুর রহমান

    বিরামচিহ্নের দিকে সজাগ দৃষ্টি রাখবেন।
    অনেক সুন্দর লিখেছেন।
    কপাল নিয়ে সুন্দর শব্দখেলা।
    শুভ কামনা।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    খুবই সুন্দর ছন্দমিল দেয়া লেখা একটি কবিতা। কপাল কোথায় পাওয়া যায় এটা আমারও প্রশ্ন। পেলেই সেটা লুফে নিব। কবিতায় দূর্ভাগ্যের প্রতি কষ্ট আর সৌভাগ্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। সবাই ভালো কিছুর আশায় চেয়ে থাকে, দুঃখ আর কে পেতে চায়?
    সুন্দর কবিতা। বানান নির্ভুল। তবে বিরামচিহ্নের সঠিক ব্যবহার করবেন আরো ভালো লাগবে।

    Reply
  3. আরাফাত তন্ময়

    কতখানি আবেগ মিশে থাকলে এমন লেখা যায়! অনবদ্য।
    শুভ কামনা রইলো।

    Reply
    • শাহাদাত আবিন

      ভালোবাসা ভাই,,, দোয়া করবেন

      Reply
    • Shahadat Abin

      ভালোবাসা ভাই

      Reply
  4. Halima tus sadia

    চমৎকার লেখনি।
    কপাল নিয়ে কবিতা।পড়ে ভালো লাগলো।
    ছন্দের ধারাবাহিকতা রয়েছে।পরিপাটি ও গুছানো লিখা।

    কপালেইতো সুখ দুঃখ মিশে থাকে।সেটা কি আর বদলানো যায়।
    নতুন কপালও পাওয়া যায় না।
    নির্ভুল কবিতা।
    তবে বিরাম চিহ্ন সঠিক জায়গায় দিবেন।
    শুভ কামনা রইলো।

    Reply
  5. মাহফুজা সালওয়া

    খুব ভালো লাগলো কবিতা।
    ছন্দের মাধুরী দিয়ে পূর্ণ কবিতাটা অর্থের দিক দিয়েও কমতি থাকেনি।
    চর্চা চালিয়ে যাবেন।
    শুভকামনা।

    Reply

Leave a Reply to Halima tus sadia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *