—–শাহাদাত আবিন
তুমি কি জানো
কপাল কোথায় থাকে?
কপাল রয় কোনখানে ।
কপাল কি বিলি হয়
নামে নামে জনে জনে ।
কত দামে বিকোয় কপাল
বিকোয় কোন হাটে ।
কপাল কি কুড়ানো যায়
পথ ঘাট কিংবা মাঠে ।
কপাল তাহলে কোথায় হয়
পাবো বলো তাকে কিসে?
কপালে নাকি থাকে
সুখ দুঃখ মিশে !!
কপাল পেলে বলিও আমায়
খুব করে তারে চাই ।
কপাল কপাল করেই গেলাম
কপাল আমার নাই ।
লোকে বলে-
আমার নাকি পোড়া কপাল
পুড়ে পুড়ে ছাই ।
পোড়া কপাল ছেড়ে তাইতো
নতুন কপাল চাই ।
বিরামচিহ্নের দিকে সজাগ দৃষ্টি রাখবেন।
অনেক সুন্দর লিখেছেন।
কপাল নিয়ে সুন্দর শব্দখেলা।
শুভ কামনা।
খুবই সুন্দর ছন্দমিল দেয়া লেখা একটি কবিতা। কপাল কোথায় পাওয়া যায় এটা আমারও প্রশ্ন। পেলেই সেটা লুফে নিব। কবিতায় দূর্ভাগ্যের প্রতি কষ্ট আর সৌভাগ্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। সবাই ভালো কিছুর আশায় চেয়ে থাকে, দুঃখ আর কে পেতে চায়?
সুন্দর কবিতা। বানান নির্ভুল। তবে বিরামচিহ্নের সঠিক ব্যবহার করবেন আরো ভালো লাগবে।
কতখানি আবেগ মিশে থাকলে এমন লেখা যায়! অনবদ্য।
শুভ কামনা রইলো।
ভালোবাসা ভাই,,, দোয়া করবেন
ভালোবাসা ভাই
চমৎকার লেখনি।
কপাল নিয়ে কবিতা।পড়ে ভালো লাগলো।
ছন্দের ধারাবাহিকতা রয়েছে।পরিপাটি ও গুছানো লিখা।
কপালেইতো সুখ দুঃখ মিশে থাকে।সেটা কি আর বদলানো যায়।
নতুন কপালও পাওয়া যায় না।
নির্ভুল কবিতা।
তবে বিরাম চিহ্ন সঠিক জায়গায় দিবেন।
শুভ কামনা রইলো।
খুব ভালো লাগলো কবিতা।
ছন্দের মাধুরী দিয়ে পূর্ণ কবিতাটা অর্থের দিক দিয়েও কমতি থাকেনি।
চর্চা চালিয়ে যাবেন।
শুভকামনা।