কবিতার ঘরবাড়ি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,381 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

writer: হি মু (বাকুম)

তোমার চোখের নীরব পাতার নিচে
আমি দাঁড়াতে চায়—
যদি তৃষ্ণা জাগে
যদি অনুভবে আসে তোমার শরীর
রক্তে ও শিরায় আগুন জ্বালাই।
তোমার চোখের নীরব পাতার নিচে
আছে নির্ভরতা,
আছে এক অদ্ভুত ইশারা
আছে জ্বলের সংবাদ,
আছে এক রৌদ্রময় পৃথিবীর অনুরাগ
আছে বিভাজন,
আছে নিমজ্জন–ভাষা
আমাকে প্রবল টানে তোমার নীরব চোখ—
সহজেই এ হাত বাড়াই।
এ সংসারে আছে কোলাহল
আত্মদহনের পাশে শুশ্রূষার জল,
আমার অস্তিত্বজুড়ে আছো তুমি
পরম কাঙ্ক্ষিত নারী
আমি তো বানাই স্বপ্নঘোরে
কবিতার ঘরবাড়ি।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৪ Comments

  1. khushina khatun

    একটি অনবদ্য প্রেমের কবিতা।স্বয়ংসম্পূর্ন, রোমাঞ্চকর,এককথায় অসাধারন।
    কিন্তু “আছে জ্বলের সংবাদ” নাকি আছে জলের হবে?সংবাদ।
    শুভকামনা আপনার জন্য।

    Reply
  2. Rifat

    অশ্রূষার — অশ্রুষার
    খুবই ভালো লেগেছে কবিতাটি। কবিতার মাঝে মন হারিয়ে যেতে চায়।
    শুভ কামনা।

    Reply
  3. shahrulislamsayem@gmail.com

    একই সাথে কবিতাটির মধ্যে বিদ্রোহী এবং কোমল ভাব ফুটে উঠেছে, বেশ ভালো কবিতা

    Reply
  4. Naeemul Islam Gulzar

    অসাধারণ প্রেমের কবিতা।ভালো লেগেছে।চায়-চাই…….
    শুভকামনা

    Reply

Leave a Reply to Naeemul Islam Gulzar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *