ক্ষণিকের বসন্ত
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,507 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লিখাঃআফসানা তাসনিম

জানি তুমি ফিরবে,
ফিরবে কোন এক গোধূলি বেলায়,
আমার রঙ্গে রাঙ্গিয়ে উঠবে তোমার ভূবন,
তোমার হৃদয়জুড়ে থাকবে এই আমরই নাম।
তোমার হৃদয়ের বায়ান্নটা আলমারিই ভরে উঠবে আমার ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান,
তোমার হৃদয়জুড়ে থাকবে বিষাদে ভরা নীল খামের সেই আর্তনাথ।
নিষ্ঠুর তুমি,নিষ্ঠুরতাই তোমার ভূষন,
তবে ক্লান্তি কালে বন্ধু ছলে তোমার হৃদয়ের সেই অনুভুতি আজ বড্ডো বেমানান।
আসবে ফাগুন ফুটিয়ে ফুল,তবুও হৃদয়ে রয়ে যাবে কালো ছায়া,
তোমার মায়াজাল পেরিয়ে যাবে সেই মাঘের ছায়া।
নবপুষ্প সাজে সাজিয়ে উঠবে না আমার ভূবন,
মন যে আজ পুষ্পশুন্য দিগন্তের পথে,
আবার যেদিন কৃষ্ণচূড়া ফুলে ভরবে তোমার অঙ্গন,তুলতে সে ফুল গাথতে মালা বাড়বে তোমার হৃদস্পন্দন।
অসময়ে চলে যাওয়ায় ক্ষত রয়ে যাবে হৃদয়ের ভাজে ভাজে,রক্তাক্ত হৃদয় কি তবে সাজবে নব পুষ্পসাজে।
তবুও আমি সার্থক হবো রক্তে ভেজা মিছিলে,মন যে আমার মেতেছিল ক্ষনিকের বসন্ত হারানোর উৎসবে।
(সমাপ্ত)

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৩ Comments

  1. আখলাকুর রহমান

    ভুলগুলো দেখে নিন লেখিকা।

    আমরই – আমারই

    আর্তনাথ – আর্তনাদ

    অনুভুতি – অনুভূতি

    বড্ডো – বড্ড

    পুষ্পশুন্য – শূণ্য

    কবিতার শেষে সমাপ্তি না লেখা ভালো।

    শুভ কামনা রইল আপনার জন্য

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    বেশ সুন্দর একটি কবিতা। প্রিয়তমরর প্রতি আবেগ ফুটে উঠেছে। সে তার প্রিয় মানুষটির অপেক্ষায় দিন কাটাচ্ছে, তার সাথে কিছু সময় পার করার আশায় আছে। ভালো লেগেছে। শব্দচয়ন সুন্দর ছিল।ছন্দমিলও বেশ ভালো। তবে বানানে প্রচুর ভুল।
    আমরই- আমারই।
    আর্তনাথ- আর্তনাদ।
    অনুভুতি- অনুভূতি।
    বড্ডো- বড্ড।
    গাথতে- গাঁথতে।
    ভাজে ভাজে- ভাঁজে ভাঁজে।
    ক্ষনিকের- ক্ষণিকের।

    Reply
  3. Halima tus sadia

    অসাধারণ কবিতা।পড়ে মুগ্ধ হলাম।
    চব্দচয়নও খুব সুন্দর।

    কারও জন্য অপেক্ষা করা সত্যিই কষ্টের।
    প্রতিটা মুহূর্ত প্রিয়জন আসবে বলে গোধূলি লগ্নে পথ চেয়ে থাকা,এর চেয়ে আর কষ্ট নেই।

    বানানে কিছু ভুল আছে

    আমরই–আমরাই
    অনুভুতি–অনুভূতি
    বড্ডো–বড্ড
    গাথতে-গাঁথতে
    ভাজে ভাজে–ভাঁজে ভাঁজে
    অার্তনাথ–আর্তনাদ
    ক্ষনিকের–ক্ষণিকের
    পুষ্পশুন্য–পুষ্পশূণ্য
    বানানের প্রতি যত্নশীল হবেন।
    শুভ কামনা রইলো।

    Reply

Leave a Reply to Halima tus sadia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *