ক্ষমতা
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,609 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

ক্ষমতা
-জয় সাহা হৃদয়
________________________
তবু ওরা ক্ষমতার আসনে
ওরা স্বাধীনতাকে ধর্ষণ করছে যেখানে সেখানে
ওরা রোলার দিয়ে পিষে মারছে,
অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়ালে রুখে!
ওদের মনুষ্যত্ব চুষে খেয়েছে
রক্তবন্যায় পাওয়া ফোমের গদিতে।
ওরা ঐ গদিটাকে ভালোবাসে
দেশটা খাচ্ছে হায়েনার দল, মুক্ত করবে কে সে?

সাগর থেকে রত্ন উধাও হয়ে যায়
কয়লা খনি থেকে কয়লা যায় চুরি,
গরিবের রক্ত চুষে ধনী হয় যার আছে ভুরি ভুরি।
ক্ষমতার জোরে ফুটপাত ওদের,
গৃহহীনগুলোর ঠাঁই হয়না কোথাও
মরতে হয় ক্ষুধা, তৃষ্ণা অভাবে ধুঁকে ধুঁকে।
ওদের লজ্জা হয় না তাতে,
রাস্তার লোকের টাকায় পেট ভোজন হয়
কোন দেশের কোন মহান নেতা সে?

অধিকার আদায়ের লড়াই গেছে থেমে
বুলেট বোমায় ঝাঁঝরা হচ্ছে বুক
কালো রাজপথ লাল হয়েছে রক্তে।

বঙ্গবন্ধু এখন আর গর্জে উঠেনা
ওরা দমিয়ে রেখেছে ক্ষমতার জোরে
এখন কেউ আর মরতে যায় না
কারো ঔদ্ধত্য আহবানে,
দেশটা খাচ্ছে হায়েনার দল,
পরাধীনতা আমাদের ঘিরে ফেলেছে
মুক্তি মিলবে কিসে?

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৯ Comments

  1. Nafis Intehab Nazmul

    আমাদের দেশের চরম বাস্তবতা উঠে এসেছে কবিতায়।
    যারা ক্ষমতায়, তাদের মাঝে কোন দেশভক্তি নেই। নেই মায়া মমতা।
    নেই জনগণের ভালোমন্দের খোঁজ। নেই বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের চেতনা। আছে শুধু ক্ষমতার লোভ। স্বাধীনতার নামধারী পরাধীন জাতি আমরা।
    গরীবেরা সর্বদায় অবহেলিত। ক্ষমতাসীনদের জোরে ফুটপাত ছাড়া থাকার জায়গা নাই। ক্ষুধার্তদের আর্তনাদ সর্বত্রই শোনা যাচ্ছে। যদিও আমরা স্বাধীন(?)।
    বঙ্গবন্ধুর মত কেউ মাথা তুলে প্রতিবাদ করার সাহস রাখেনা। যদিও কেউ প্রতিবাদ করে, পড়ে যায় ক্ষমতাসীনদের ফাঁদে।
    এভাবেই যাচ্ছে দেশ রসাতলে। যেতেই থাকবে।
    হয়তোবা কোনদিন আবারও বঙ্গবন্ধু গর্জে উঠবে । হয়তোবা উঠবে না।

    Reply
    • জয় সাহা হৃদয়

      হ্যাঁ ভাইয়া,
      এটাই চরম বাস্তবতা!????
      স্বাধীনতার অন্তরালে পিষে মরা এক পরাধিন জাতি আমরা।

      Reply
  2. Nafis Intehab Nazmul

    আমার রেটিং অনুযায়ী ৭.৫+ পাবেন

    Reply
  3. Joy Saha Hridoy

    ধন্যবাদ Our Canvas কে আমার কবিতাটি প্রকাশের জন্য।☺

    Reply
  4. Halima tus sadia

    অসাধারণ লিখেছেন।
    মনোমুগ্ধকর লেখা।
    বাস্তবতার পরিপ্রেক্ষিতে লেখা।চরম সত্য তুলে ধরেছেন।
    জোর করে ক্ষমতা দখল কর আছে।এখন আর গর্জে উঠে না কেউ।
    শুভ কামনা।

    Reply
  5. সুস্মিতা শশী

    ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করতে কুন্ঠা বোধ করে না কিছু ক্ষমতাবান লোক।

    Reply
  6. অচেনা আমি

    আসসালামু আলাইকুম। কবিতাটিতে সমসাময়িক বাস্তবতা নিয়ে লেখা। লেখনী মোটামুটি ভালো লেগেছে। সামান্য কিছু ভুল রয়েছে। যেমন-
    রক্তবন্যায় – রক্ত বন্যায়
    হয়না – হয় না
    উঠেনা – উঠে না।

    আগামীর জন্য অনেক অনেক শুভ কামনা।

    Reply
  7. Md Rahim Miah

    রক্তবন্যায়-রক্ত বন্যায়
    ঐ-ওই
    ভুরি ভুরি-ভুঁড়ি ভুঁড়ি
    হয়না- হয় না
    উঠেনা-উঠে না
    কবিতাটা এই যুগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আসলে ক্ষমতা যার হাতে দেশ তাঁর হাতে। আর কেউ যদি অন্যায় বিরোধে দাঁড়ায় জীবন দিতে হয় প্রায়। তবে অনেক জায়গাতে কমা ব্যবহার করার দরকার ছিল আর বানান দেখে নিবেন । সব মিলিয়ে কিছুটা ভালো লেগেছে, শুভ কামনা রইল।

    Reply
  8. Tanjina Tania

    ঐ বানানটা বর্তমান বানানরীতিতে ওই হবে। সাহস করে চরম বাস্তব একটা বিষয় নিয়ে লিখেছেন। শুভকামনা।

    Reply

Leave a Reply to Tanjina Tania Cancel reply

Your email address will not be published. Required fields are marked *