কেউ যদি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৮
লেখকঃ augustmault0163

 909 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

কেউ যদি

লেখাঃ রাজ রাজিব
.

কেউ যদি করে ছল,
নিরালায় ফেলিও দু’ফোটা চোখের জল।
কমে যাবে সব যন্ত্রণা,
প্রয়োজন হবে না আর দিতে সান্ত্বনা।।
.
কেউ যদি করে পর,
বেঁধে দিও তার ঘর।
রেখো না গো মনে কোন রাগ,
শিখে নিও সুখ-দুঃখ করে নিতে ভাগ।।
.
কেউ যদি করে রাগ,
বলো না গো যা ভাগ।
হাসিমুখে টেনে নিও বুকে,
মরণের সময়ও রেখো পাশে তাকে।।
.
কেউ যদি করে অভিমান,
অবশ্যই থেকো সাবধান।
চেষ্টা করো তাকে বোঝাতে,
সবকিছু ভুলে ফিরে আসে যাতে।।
.
কেউ যদি করে সম্পর্ক,
করো না তার সাথে তর্ক।
আঘাত দিওনা তার মনে,
রাখে যে তোমায় স্বযতনে।।
.
কেউ যদি করে অভিনয়,
আগে করো তার মন জয়।
তারপরে দিও মন,
হবে সে নিশ্চয় আপন।।
.
কেউ যদি দেয় ব্যথা,
মনে রেখো তার কথা।
সেই তোমার প্রকৃত বন্ধু,
স্বপ্ন দেখাবে তোমায় এক সিন্ধু।।
.
কেউ যদি দেয় দুঃখ,
দেখো না গো পক্ষ-বিপক্ষ।
নিও তুমি মেনে,
বিবাদ বাড়িওনা জেনে-শুনে।।
.
কেউ যদি হয় পথহারা,
হয়ে তুমি উজ্জ্বল তারা।
দেখিয়ে দিও তাদের পথ,
যাতে উজ্জ্বল হয় তাদের ভবিষ্যৎ।।
.
কেউ যদি হয় প্রিয়,
ভালবেসে কাছে নিও।
কখনো যেওনা দুরে,
পাশে থেকো আজীবন যেওনা গো সরে।।
.
কেউ যদি বলে ভাই,
ভুলেও দিওনা তার মনে ঘাই।
পাবে তুমি পাশে তারে,
যতই থাকুক সে কাছে কিংবা দুরে।।
.
কেউ যদি দেখায় স্বপন,
ভেবো তুমি তারে আপন।
তারে নিয়ে দেখো স্বপ্ন,
সব সময় করো তার যত্ন।।
.
কেউ যদি ভালবাসে,
থেকো তার আশেপাশে।
রেখো তাকে যতনে,
সে যেন থাকে তোমার স্বয়নে স্বপনে।।
.
কেউ যদি করে দ্বন্দ্ব,
চেষ্টা করো না বলতে তার মন্দ।
দ্বন্দ্ব থাকবে না বেশিক্ষণ,
কাছে আসতে টানবে শুধু মন।।
.
রচনার সময়কালঃ ২৫/১০/২০১৩ইং-, রাত্রিঃ ৮:০৩

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৩ Comments

  1. Halima tus sadia

    চমৎকার কবিতা।মনোমুগ্ধকর লেখা।
    ছন্দের মিল রয়েছে।
    নির্ভুল কবিতা।
    কেউ ভুল করলে সবকিছু মেনে নেওয়াটাই ভালো কাজ।
    শুভ কামনা রইলো।

    Reply
  2. অচেনা আমি

    আসসালামু আলাইকুম। কবিতাটা ভালো ছিল। বানান ভুল তেমন একটা চোখে পড়েনি। ছন্দেও বেশ মিল ছিল।

    না আলাদা বসে। যেমন –
    দিওনা – দিও না
    বাড়িওনা – বাড়িও না
    যেওনা – যেও না

    দুরে – দূরে

    আগামীর জন্য শুভ কামনা।

    Reply
  3. Md Rahim Miah

    শুনে -শোনে
    দুরে-দূরে
    বাহ্ অসাধারণ হয়েছে। কবিতার পুরাটার মাঝে শিক্ষা আর না জানার বিষয় সব।’ আমরা বাঙালি ‘কবিতাটার পর যদি কোনো কবিতা বেশি ভালো লেগে থাকে, তাহলে এটাই সেটা। তবে এক জায়গাতে ছন্দ মিলাতে গিয়ে আঞ্চলিক ভাষা ঘাই ব্যবহার করে ফেলেছেন,যা কবিতা মাঝে খাটে না। তবে শুভ কামনা রইল অনেক।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *