কে তুমি বাজাও বাঁশি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,472 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লিখাঃমাহফুজা সালওয়া

এই ইট পাথরের শহরে,
এক গোধূলী লগনো প্রহরে,
আমি আনমনে একা,হেঁটে যাবো বহু দূরে।
ওগো,কে তুমি বাজাও বাঁশি, এতো মায়াকাড়া সুরে?
বুঝিনি তখনো মানে,
স্বপ্ন-আবেগ কতো বিচ্ছিরিভাবে টানে,
নীল মানে শুধু ভালবাসা নয়,বেদনা-অশ্রু্বাণ!
প্রেম শেষে চোখে বর্ষা আসে, বিরহের কোনো গান।
কোনো উদাস দুপুর বেলায়,
ভেসেছিলাম এক স্বপ্নসারথী ভেলায়,
হুট করে ঘোর অমানিশা এসে, হারালো আমার সব।
এবার মিলাবো সকল অঙ্ক-আবেগ, হাসি-কান্নার কলোরব।
আজও মনে এক শ্রাবণ এসেছে,
নোনাজলে চোখ আবার ভেসেছে,
কে যেন আসে,স্মৃতিপটে ভাসে,ডেকে যায় বহু দূরে।
ওগো,কে তুমি বাজাও বাঁশি, এতো মায়াকাড়া সুরে?

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

১০ Comments

  1. মাহফুজা সালওয়া

    প্রথমবারের মতো ওয়েবসাইটে আমার লিখা কবিতা!
    অনুভূতি বলে বুঝানো যাবেনা।
    অপেক্ষা করছি ভালো ফলাফলের।
    দোয়া রাখবেন সবাই।

    ????????????????

    Reply
  2. মাহফুজা সালওয়া

    প্রথমবারের মতো ওয়েবসাইটে নিজের লিখা দেখে খুব ভালো লাগছে।
    অনুভূতিগুলো বলে বুঝানো যাবেনা।
    ভালো কিছুর অপেক্ষায় থাকলাম ????????????????

    Reply
  3. বুনোহাঁস

    এতগুলো আবেগ, কত্তগুলা ভালোবাসা দিলে এমন মনের মাধুরী মিশিয়ে কেউ কবিতা লিখবে! বেশ সুন্দরভাবেই প্রকাশ করেছেন,
    শব্দটি লগ্ন হবে। আর (ঃ) একটি অক্ষর তাই লিখা’র পরে কোলন(:) লিখতে হয়।
    শুভ কামনা রইলো।

    Reply
  4. আফরোজা আক্তার ইতি

    বাহ! খুবই সুন্দর হয়েছে। শব্দচয়ন আর ছন্দমিলের মিশ্রণে দারুণ একটি কবিতা।প্রতিটি চয়নই ছিল মনকাড়া।
    লগনো শব্দটা লগ্ন হবে।
    শুভ কামনা রইল।

    Reply
    • Mahfuja Salwa

      thanka a lot dear!
      ????

      Reply
  5. sabiha moury

    oshadharon???? ???? carry on dear ????

    Reply
  6. রোমানা আক্তার

    খুব ভালো লেগেছে। মাশাআল্লাহ। আর কবিতার প্রয়োজনে বানানের পরিবর্তন গ্রহণযোগ্য। তাই “লগ্ন” শব্দকে লগনো লিখা হয়েছে।
    আশা করি,সামনে আরও ভালো কিছু পাবো। আল্লাহ তোমার সহায় হোক সালওয়া।

    Reply
  7. Mahfuja Salwa

    thanks a lot dear????

    Reply
  8. মাহফুজা সালওয়া

    টেকনিক্যাল প্রবলেমের কারনে সবাইকে আলাদা আলাদা রিপ্লে দেয়া সম্ভব হচ্ছেনা।
    মৌরি, রোমানা,ইতি, বুনোহাঁস সবাইকে ধন্যবাদ।
    আপনাদের গঠনমূলক মন্তব্যের জন্য।
    আর ইতি আপু,কোথাও পড়েছিলাম,কবিতার প্রয়োজনে (ছন্দ -কাব্য)অর্থ অপরিবর্তিত রেখে বানান বদলানো সম্ভব।আর সেজন্যেই আমি ”লগ্ন” শব্দকে লগনো লিখেছি।থ্যাংকস আপু।
    আর বুনোহাঁস ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকেও, নেক্সট টাইম অবশ্যই (ঃ/: এর ব্যবহারে খেয়াল রাখবো।
    ❤????????????????????

    Reply
  9. Halima tus sadia

    সুন্দর কবিতা।পড়ে ভালো লাগলো।

    প্রেমের শেষে চোখে বর্ষা আসে এটা সত্য।আর বাঁশির সুর সেতো মন কেঁড়ে নেয়।বাঁশির সুর হ্নদয়ে দোলা দেয়।
    তখন প্রিয়জনকে নিয়ে অজানায় হারিয়ে যেতে মন চায়।

    বানানে তেমন ভুল নেই।
    অশ্রুবা্ঃণ–অশ্রুবাণ
    লগনে–লগ্নে
    লেখিকার জন্য শুভ কামনা।

    Reply

Leave a Reply to মাহফুজা সালওয়া Cancel reply

Your email address will not be published. Required fields are marked *